shono
Advertisement
Kolkata Police

ডেটিং অ্যাপে যৌনতার সুড়সুড়ি দিয়ে প্রতারণা, রমরমিয়ে চলছিল চক্র, মিন্টো পার্ক থেকে গ্রপ্তার ১৭

গ্রেপ্তার হওয়া ১৭ জনের মধ্যে ১৬ জনই মহিলা।
Published By: Subhajit MandalPosted: 10:56 PM Oct 14, 2025Updated: 10:56 PM Oct 14, 2025

অর্ণব আইচ: যৌনতার সুড়সুড়ি। একাকীত্বের মাঝে উষ্ণতার টোপ। আর সেসবের আড়ালে প্রতারণার ফাঁদ। আর তাতে পা দিলেই গায়েব সর্বস্ব। খাস কলকাতায় ফের এমনই এক প্রতারণাচক্রে হদিশ পেল পুলিশ। ডেটিং অ্যাপের মাধ্যমে রীতিমতো রমরমা প্রতারণাচক্র চালাচ্ছিল মিন্টো পার্ক এলাকার কিছু বাসিন্দা। অবশেষে সেই চক্রের পর্দাফাঁস হল।

Advertisement

জানা গিয়েছে, মিন্টো পার্ক এলাকার ওই চক্রটি একটি ডেটিং অ্যাপ চালাত। সেই অ্যাপের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে পরিচয় করত সুন্দরীরা। তারপর সঙ্গ দেওয়ার নাম করে তাঁদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াত ওই রহস্যময়ীরা। একবার সেই ফাঁদে পা দিলেই সর্বস্ব উধাও। নানাভাবে বহু ব্যক্তির কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়েছে ওই প্রতারণাচক্রটি।

পুলিশ সুত্রের খবর, মিন্টো পার্ক এলাকা থেকে পরিচালিত ওই ডেটিং অ্যাপ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ১৭ জনের মধ্যে ১৬ জনই মহিলা। এই মহিলারাই সঙ্গ দেওয়ার নাম করে অ্যাপের ইউজারদের সঙ্গে প্রতারণা করত বলে খবর। তল্লাশির সময় প্রাপ্ত একাধিক ইলেকট্রনিক গ্যাজেট, স্ক্রিপ্ট, ব্যাঙ্ক সংক্রান্ত নথি, রেজিস্টার ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে। তল্লাশি অভিযান এখনও চলছে। ধৃত অভিযুক্তদের বুধবার আদালতে পেশ করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মিন্টো পার্ক এলাকার ওই চক্রটি একটি ডেটিং অ্যাপ চালাত।
  • সেই অ্যাপের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে পরিচয় করত সুন্দরীরা।
  • তারপর সঙ্গ দেওয়ার নাম করে তাঁদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াত ওই রহস্যময়ীরা।
Advertisement