সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নব নালন্দা স্কুলে দুর্ঘটনা। সাদার্ন অ্যাভিনিউয়ের ওই স্কুল বিল্ডিংয়ের কাচ ভেঙে বিপত্তি। জখম অন্তত ২ জন পড়ুয়া। তাদের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরই স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। টালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
সোমবার ঘড়ির কাঁটায় তখন সকাল সাতটা। স্কুলে ছাত্রছাত্রীদের ঢোকার তাড়াহুড়ো। তারই মাঝে আচমকা স্কুল বিল্ডিংয়ের ভিতর কাচ ভেঙে পড়ে। উপর থেকে নিচে পড়া কাচে জখম হয় নিচে দাঁড়িয়ে থাকা ২ পড়ুয়া। স্কুল কর্তৃপক্ষের দাবি, তড়িঘড়ি তাদের উদ্ধার করা হয়। একজনের হাতে চোট লেগেছে। স্কুলেই প্রাথমিক চিকিৎসা করা হয় তার। আরেকজনের মাথায় চোট লেগেছে। তার চোট বেশ গুরুতর। তাকে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার পর স্কুলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্কুল কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাঁদের দাবি, ফি দেওয়া সত্ত্বেও স্কুলে অ্যাম্বুল্যান্স পরিষেবা পাওয়া যায়নি। ফার্স্ট এড বক্স রাখা থাকলেও, তা কার্যকর নয় বলেও দাবি অভিভাবকদের। প্রিন্সিপালের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। তাঁদের দাবি, প্রিন্সিপাল অভিভাবকদের সঙ্গে দেখা করতে চান না। স্কুলে সময়মতো পেরেন্ট-টিচার মিটিং হয় না বলেও অভিযোগ। নিরাপত্তা এবং স্কুল রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও যথেষ্ট ত্রুটি রয়েছে। অভিভাবকদের অভিযোগ নস্যাৎ করেছে স্কুল কর্তৃপক্ষ। তাঁদের দাবি, স্কুলে রক্ষণাবেক্ষণ সময়মতো করা হয়। দোতলায় ফার্স্ট এড বক্সও রাখা হয়েছে। সময়মতো জখম দুই পড়ুয়ার চিকিৎসার বন্দোবস্তও করা হয়েছে। তা সত্ত্বেও অযথা অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েছেন বলেই দাবি।