shono
Advertisement

জ্বালানির মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ, ইলেকট্রিক স্কুটারে চেপে নবান্নে যাবেন মমতা!

চালকের আসনে থাকতে পারেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
Posted: 12:23 AM Feb 25, 2021Updated: 12:53 AM Feb 25, 2021

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: জ্বালানি জ্বালায় জর্জরিত জনতা। ফলে স্বাভাবিকভাবেই জনরোষের আঁচ লেগেছে দেশের শাসকদলের গায়ে। এহেন পরিস্থিতিতে কেন্দ্রের উপর চাপ বাড়িয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব পন্থা নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাজরা থেকে ইলেকট্রিক স্কুটারে চেপে নবান্নের পথে পাড়ি দিতে পারেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: সংক্রমণ ঠেকাতে ৪ রাজ্য থেকে বাংলায় আসা যাত্রীদের RT-PCR রিপোর্ট বাধ্যতামূলক]

সূত্রের খবর, আগামিকাল সকাল ১১টা নাগাদ হাজরা থেকে ইলেকট্রিক স্কুটারে নবান্নের উদ্দেশে রওনা দিতে পারেন মমতা। চালকের আসনে থাকতে পারেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পেট্রল ও ডিজেলের লাগাতার দাম বাড়ার বিরুদ্ধে প্রতিবাদ দেখাতেই এই অভিনব পন্থা অবলম্বন করেছেন মুখ্যমন্ত্রী বলে খবর। তবে এতে অবাক হওয়ার কিছু নেই। অতীতে নন্দীগ্রাম আন্দোলনের সময়ও ‘জননেত্রী’ মমতা বন্দ্যোপাধ্যায়কে দু’চাকার বাহনে সফর করতে দেখা গিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, রাজনীতির ময়দানে মমতাকে ‘পথের লড়াই’য়ে টেক্কা দেওয়া অত্যন্ত কঠিন। রাজপথ থেকে জনতার আওয়াজকে দেশের শাসকদের কানে পৌঁছে দিতে ‘অগ্নিকন্যা’র জুড়ি মেলা ভার। ফলে স্বাভাবিকভাবেই, মুখমন্ত্রী যদি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামেন তাহলে মোদি সরকারের উপর চাপ আরও বাড়বে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মমতার এই পদক্ষেপ রীতিমতো চাপে ফেলতে পারে গেরুয়া শিবিরকে।

[আরও পড়ুন: বিয়ের জন্য ‘ধর্মান্তকরণ’ করলেই শাস্তি! বিতর্কের মাঝেই উত্তরপ্রদেশে পাশ লাভ জেহাদ বিল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement