shono
Advertisement
Mamata Banerjee

'ভাববেন না আমরা বসে ললিপপ খাব', বিএনপির বাংলা-বিহার-ওড়িশা দখলের হুমকির পালটা দিলেন মমতা

'যাঁরা বলছেন বাংলা-বিহার-ওড়িশা দখল করবেন, তাঁরা ভালো থাকবেন', জবাব দিলেন মুখ্যমন্ত্রী।
Published By: Sucheta SenguptaPosted: 01:24 PM Dec 09, 2024Updated: 04:58 PM Dec 09, 2024

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: অশান্ত বাংলাদেশে বাড়ছে ভারত-বিদ্বেষ। হিন্দু নির্যাতনের আবহেই বাংলা-বিহার-ওড়িশা দখলের হুঁশিয়ারি দিয়েছেন খালেদার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে তাঁকে পালটা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ''যাঁরা বলছেন বাংলা-বিহার-ওড়িশা দখল করবেন, তাঁরা ভালো থাকবেন। আপনার সেই ক্ষমতাও নেই, আর ভাববার কোনও কারণ নেই যে আমরা বসে ললিপপ খাব। আমরা যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিই। আমরা সবাই সবাইকে রক্ষা করব।''

Advertisement

শনিবার বিএনপি-র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভির বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। তাঁর বক্তব্যে উঠে এসেছে তীব্র ভারত-বিরোধিতা। রিজভির কথায়, ''যদি ভাবেন, হাসিনা পরবর্তী বাংলাদেশ আপনারা কবজা করে নেবেন, এমন অশুভ ইচ্ছা যদি থাকে, তাহলে আমরাও বাংলা-বিহার-ওড়িশা দাবি করব। ওটা আমাদের নবাবের এলাকা। ন্যায্য অধিকার।'' এনিয়ে স্বভাবতই এপার বাংলায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিজেপির তরফে শুভেন্দু অধিকারী পালটা রাফালে 'জুজু' দেখিয়েছেন। 

এবার রিজভির সেই হুঁশিয়ারি নিয়ে বিধানসভায় কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অধিবেশন কক্ষে দাঁড়িয়ে তাঁর পালটা জবাব, ''যাঁরা বলছেন বাংলা-বিহার-ওড়িশা দখল করবেন, তাঁরা ভালো থাকবেন। আপনার সেই ক্ষমতাও নেই, আর ভাববার কোনও কারণ নেই যে আমরা বসে ললিপপ খাব। আমরা যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিই। আমরা সবাই সবাইকে রক্ষা করব।'' এদিন বাংলাদেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দলীয় বিধায়কদের মন্তব্য করা থেকে সতর্ক করে দিয়েছেন। তাঁর সতর্কবার্তা, কোনও অতিরিক্ত মন্তব্য করবেন না যাতে প্ররোচনার পরিস্থিতি তৈরি হয়। একই বার্তা রাজ্যবাসীকেও। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিএনপি নেতার বাংলা-বিহার-ওড়িশা দখলের হুমকির পালটা দিলেন মুখ্যমন্ত্রী।
  • বিধানসভায় তাঁর কড়া মন্তব্য, 'ভাববার কোনও কারণ নেই যে আমরা বসে ললিপপ খাব।'
Advertisement