shono
Advertisement
Kumbh Mela

কুম্ভমেলায় হারানো মুকুন্দপুরের বৃদ্ধাকে উদ্ধার ইসলামপুরের যুবকের! ঠিকানা খুঁজে বাড়ি ফেরালো পুলিশ

যুবক ও পুলিশের ভূমিকায় আপ্লুত বৃদ্ধার পরিবারের সদস্যরা।
Published By: Tiyasha SarkarPosted: 01:41 PM Jan 17, 2025Updated: 01:41 PM Jan 17, 2025

অর্ণব আইচ: কুম্ভমেলায় গিয়ে মেয়ের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন বৃদ্ধা। নজরে পড়তেই তাঁকে উদ্ধার করে প্রয়াগরাজ থেকে কলকাতা নিয়ে আসেন ইসলামপুরের এক যুবক। তারপর কলকাতা পুলিশের সহযোগিতায় অবশেষে বাড়ি ফিরলেন বৃদ্ধা। যুবক ও পুলিশের ভূমিকায় আপ্লুত পরিবারের সদস্যরা।

Advertisement

জানা গিয়েছে, ওই বৃদ্ধার নাম কৃষ্ণা সরকার। গত ১০ জানুয়ারি মেয়ের সঙ্গে কুম্ভমেলায় গিয়েছিলেন বৃদ্ধা। ঘটনাচক্রে ভিড়ে হারিয়ে যান তিনি। এরপর একটি গাছের নিচে বসে কান্নাকাটি করছিলেন। বিষয়টা নজরে পড়ে ইসলামপুরের বাসিন্দা সঞ্জয় কুণ্ডু নামে এক যুবকের। তিনি বৃদ্ধাকে জিজ্ঞেস করেন, কী হয়েছে। এরপর জানতে পারেন গোটা বিষয়টা। তবে বাড়ির ঠিকানা বলতে পারেননি বৃদ্ধা। শুধু জানিয়েছিলেন, মুকুন্দপুরে থাকতেন। সঙ্গে সঙ্গেই যুবক সিদ্ধান্ত নেন নিজের দায়িত্বে বৃদ্ধাকে বাড়ি পৌঁছে দেওয়ার। সেইমতো কৃষ্ণাদেবীকে কলকাতা নিয়ে আসেন সঞ্জয়। সটান হাজির হন পূর্ব যাদবপুর থানায়। পুলিশকে গোটা ঘটনা জানান তিনি।

কিন্তু বৃদ্ধা তো বাড়ির ঠিকানাই জানেন না, তাহলে পুলিশ কী করবে? এরপরই মহিলার ছবি তুলে পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ছবি বিভিন্ন এলাকায় দেখাতেই কেল্লাফতে। শেষে খোঁজ মেলে মহিলার পরিবারের। খবর পেয়ে পরিবারের সদস্যরা থানায় যোগাযোগ করেন। বৃদ্ধাকে নিয়ে যান বাড়িতে। ইসলামপুরের যুবকের এই সহযোগিতায় আপ্লুত সকলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কুম্ভমেলায় গিয়ে মেয়ের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন বৃদ্ধা।
  • নজরে পড়তেই তাঁকে উদ্ধার করে প্রয়াগরাজ থেকে কলকাতা নিয়ে আসেন ইসলামপুরের এক যুবক। তারপর কলকাতা পুলিশের সহযোগিতায় অবশেষে বাড়ি ফিরলেন বৃদ্ধা।
  • যুবক ও পুলিশের ভূমিকায় আপ্লুত বৃদ্ধার পরিবারের সদস্যরা।
Advertisement