shono
Advertisement

কোভিডের মতো গরমের ছুটিতেও মিড ডে মিলের সামগ্রী পাবে পড়ুয়ারা, সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের

কবে থেকে চালু হবে মিড ডে মিলের সামগ্রী দেওয়া?
Posted: 09:17 PM May 17, 2022Updated: 09:17 PM May 17, 2022

দীপঙ্কর মণ্ডল: স্কুলে চলছে গরমের ছুটি। স্বাভাবিকভাবেই ছুটিতে বন্ধ ছিল মিড ডে মিল। যার ফলে সমস্যায় পড়ছিল বহু হতদরিদ্র পড়ুয়া। সেইসব পড়ুয়ার কথা ভেবে এবার গরমের ছুটির মধ্যেও মিড ডে মিলের খাদ্য সামগ্রী পড়ুয়াদের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

Advertisement

কোভিডের (COVID-19) সময় যেভাবে মিড ডে মিলের সামগ্রী দেওয়া হত সেই নিয়ম জারি রেখেছে রাজ্য সরকার। কোভিডের সময় স্কুল বন্ধ থাকলেও শিক্ষকরা অভিভাবকদের হাতে পড়ুয়াদের মিড ডে মিলের সামগ্রী তুলে দিতেন। এবারও সেই ধাঁচেই মিড ডে মিল (Mid Day Meal) দেওয়া হবে। মঙ্গলবার স্কুলশিক্ষা দপ্তর এ বিষয়ে নির্দেশিকা প্রকাশ করেছে। ২৫ মে থেকে মিড ডে মিলের খাদ্য সামগ্রী বিতরণ করার নির্দেশ দিয়েছে স্কুলশিক্ষা দপ্তর। প্রত্যেক জেলাশাসক, জিটিএ’র অধিকর্তা (GTA), শিলিগুড়ির মহকুমা শাসক ও কলকাতা প্রাথমিক শিক্ষা সংসদকে এদিন নির্দেশিকাটি পাঠানো হয়েছে। আগের মতোই ২ কিলো চাল, ২ কিলো আলু, ২৫০ গ্রাম চিনি, ২৫০ গ্রাম ডাল ও একটি সাবান পাবে ছাত্রছাত্রীরা।

[আরও পড়ুন: শুরুর দিনই শেয়ার বাজারে বড় ধাক্কা খেল LIC, লোকসানের মুখে বিনিয়োগকারীরা]

মিড ডে মিলের প্রকল্প অধিকর্তা নির্দেশিকায় জানিয়েছেন, সরকারি হিসাবে আলুর দাম মেটানো হবে। রাজ্যের বহু স্কুল বাজার থেকে আলু কিনে ছাত্রছাত্রীদের বিতরণ করে। সেক্ষেত্রে দাম নিয়ে সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছে বেশ কিছু স্কুল। সেই সমস্যা মেটাতেই সরকারি হিসাবে দাম মেটানোর বিষয়টি স্পষ্ট করে দিয়েছে স্কুলশিক্ষা দপ্তর (School Education department)।

[আরও পড়ুন: রাম মন্দির মামলায় লড়েছিলেন হিন্দুদের পক্ষে, জ্ঞানবাপী মামলায় বিচারপতি সেই নরসিমা]

উল্লেখ্য, সরকারি নির্দেশ মতো ২ মে থেকে রাজ্যের অধীন স্কুলগুলিতে শুরু হয়েছে গরমের ছুটি। যা চলবে ১৫ জুন পর্যন্ত। কালবৈশাখীর কারণে অবহাওয়া এখন কিছুটা ঠান্ডা হওয়ায় ফের স্কুল খুলে দেওয়ার দাবি উঠেছে। যদিও এ নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত স্কুলশিক্ষা দপ্তর জানায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement