অর্ণব আইচ: ভরদুপুরে খাস কলকাতায় ১২ লক্ষ টাকা ছিনতাই। সোমবার দুপুরে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে কড়েয়া থানা চত্বরে। অভিযোগ, বাইকে চেপে দুষ্কৃতীরা টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্য়ে কলকাতা পুলিশের চারটি দল তদন্ত শুরু করেছে।
কলকাতা পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে সিএসটিসি এবং একটি নামী পোশাক বিপণি থেকে প্রায় ১২ লক্ষ টাকা নগদ সংগ্রহ করেছিলেন ক্যাশ কালেক্টর অফিসার। কড়েয়ার ওই পোশাক বিপণি থেকে বেরিয়ে গাড়িতে টাকা রাখতে যাচ্ছিলেন। পাশেই এক বন্দুকধারী নিরাপত্তারক্ষীও ছিলেন। কিন্তু তারপরেও ঘটে গেল অঘটন।
অভিযোগ, বাইকে চেপে কয়েকজন দুষ্কৃতী এসে চোখের নিমেষে ক্যাশ কালেক্টর অফিসারের কাঁধে থাকা টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। এখনও পর্যন্ত তাদের হদিশ মেলেনি। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত নেমেছে কলকাতা পুলিশ। চারটি বিশেষ দল তৈরি করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দুষ্কৃতীরা আগেভাগেই জানত ওই সময় ব্যাগে করে টাকা নিয়ে যাওয়া হবে। তক্কেতক্কেই ছিল তারা। কিন্তু ভরদুপুর ভরা রাস্তায় যেভাবে বন্দুকধারী নিরাপত্তারক্ষীর চোখের সামনে ছিনতাই হল, তা চাঞ্চল্যকর। এলাকার ব্যবসায়ীরা আতঙ্কিত।