অরিজিৎ গুপ্ত, হাওড়া: বড়সড় সাফল্য পেল রাজ্য নারকোটিক্স সেল। ধূলাগড় টোল প্লাজার কাছে অভিযান চালিয়ে দুটি প্রাইভেট গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল বিশেষ দল। ৯৭ কেজি ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে তারা। যার বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরেকজন অভিযুক্ত পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে নারকোটিক্স সেল।
মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সাঁকরাইল থানার ধূলাগড় টোল প্লাজার কাছে অভিযান চালায় বিশেষ দল। সেখানে দুটি গাড়ি আটক করে ৪টি বস্তা উদ্ধার করে পুলিশ। সেই বস্তাগুলি খুলতেই দেখা যায়, তার মধ্যে রয়েছে গাঁজা।
জানা গিয়েছে, এই মাদক ওড়িশার ভদ্রক থেকে হাওড়া ও হুগলি অঞ্চলে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। আগে থেকে খবর পেয়ে দুটি গাড়ি আটক করে তল্লাশি চালায় আধিকারিকরা। উদ্ধার হয় বিপুল মাদক। মাদক পাচারের অভিযোগে, বিনোদ কে আর চৌহানকে নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য একটি গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে সিআইডির নারকোটিক্স সেল ঘটনার তদন্ত শুরু করেছে।