shono
Advertisement
Kolkata

আবাসনের কাজ চলাকালীন ভাঙল পাঁচিল, দেওয়াল চাপা পড়ে বেলেঘাটায় মৃত্যু বৃদ্ধের

কী করে ভেঙে পড়ল দেওয়ালটি?
Published By: Subhankar PatraPosted: 03:41 PM Oct 10, 2025Updated: 05:51 PM Oct 10, 2025

অর্ণব আইচ: কলকাতায় আবাসনের দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধের। বৃহস্পতিবার রাতে দুর্বল দেওয়ালটি পড়ে যায়। তার তলায় চাপা পড়েন বৃদ্ধ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনাটি ঘটেছে ডা. এস সি ব্যানার্জি রোডে। কোনও অভিযোগ অভিযোগ দায়ের হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে বেলেঘাটা থানার পুলিশ।

Advertisement

মৃত বৃদ্ধার নাম সঞ্জয় মিত্র। বয়স ৬৭ বছর। তিনি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী। ডা. এস সি ব্যানার্জি রোডের আবাসনে স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। তাঁর একমাত্র কন্যা ভিনরাজ্যে কর্মরত। বৃহস্পতিবার রাতে তিনি আবাসনের বাউন্ডারি দেওয়ালের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় আচমকা ভেঙে পড়ে দেওয়ালটি। ইটে চাপা পড়েন তিনি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। পরিবারের সদস্য ও এলাকাবাসী তাঁকে উদ্ধার অ্যাপেলো হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা জানান, মৃত অবস্থায় এই বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছে। ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়।

কী করে ভেঙে পড়ল দেওয়ালটি? প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বৃদ্ধ যে আবাসনে থাকতেন সেখানকার নিকাশি পাইপের কাজ চলছিল। মেরামতের জন্য আবাসনের বাউন্ডারি দেওয়ালটি দুর্বল হয়ে পড়ে। অনুমান, সেই কারণে দেওয়ালটি ভেঙে পড়ে। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। কোনও অভিযোগ দায়ের না হওয়ায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতায় আবাসনের দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধের। বৃহস্পতিবার রাতে দুর্বল দেওয়ালটি পড়ে যায়। তার তলায় চাপা পড়েন বৃদ্ধ।
  • তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনাটি ঘটেছে ডা. এস সি ব্যানার্জি রোডে।
  • কোনও অভিযোগ অভিযোগ দায়ের হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে বেলেঘাটা থানার পুলিশ।
Advertisement