সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূর থেকে দেখতে অবিকল কুকুরের মতো। একটু কাছে গেলে মনে হয়, চারপেয়ে কোনও জন্তু। আসলে সে ভারতীয় সেনাবাহিনীতে নতুন আসা সদস্য রোবো কুকুর। তারাই রবিবার কলকাতার রেড রোডে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মূল আকর্ষণ হয়ে উঠল। 'সঞ্জয়' নামের MULE বা মাল্টি ইউটিলিটি লেগড ইকুইপমেন্ট নামে ওই যন্ত্রটি সেনার বড় অস্ত্র। একদিকে আবহাওয়ার পূর্বাভাস অন্যদিকে নিরাপত্তায় নজরদারি থেকে বিস্ফোরক চিহ্নিত করে নিষ্ক্রিয় করা - একাধিক কাজে পারদর্শী ভারতীয় সেনার এই রোবো-কুকুর। সাধারণতন্ত্র দিবসে রেড রোডে তার প্রদর্শনে সেনাবাহিনী প্রমাণ করল, প্রযুক্তিগত ক্ষেত্রেও এগিয়ে তারা।
কিন্তু 'সঞ্জয়' নামের MULE, যা রেড রোডে সেনার কুচকাওয়াজে অংশ নিল নিখুঁতভাবে, সেটি আসলে কী? এককথায় 'রোবোটিক ডগ' বলা হলেও এটি আসলে বহুমুখী এক যন্ত্র। চারটি যান্ত্রিক পা লাগানো থাকায় তাকে কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। ওই পা খুব সহজে চড়াই-উতরাই পেরনোর পাশাপাশি সামনে আসা সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে এগিয়ে যেতে পারে। একাধিক কাজে দক্ষ হিসেবেই গড়ে তোলা হয়েছে 'সঞ্জয়'কে। যদিও এই নামকরণের সঙ্গে মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের ধারাবিবরণী দেওয়া সঞ্জয় চরিত্রটির কোনও মিল নেই।
ভারতীয় সেনাবাহিনীতে ১০০টি রোবো কুকুর রয়েছে। যার মধ্যে কয়েকটি আজ প্রদর্শিত হল কলকাতায় সাধারণতন্ত্র দিবসের প্যারেডে। এই যন্ত্রটি প্রায় ১৫ কিলোগ্রাম ভার বহনে সক্ষম। মাইনাস ৪০ ডিগ্রি থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস - এত তাপমাত্রাতেও কাজ করতে পারে। বিভিন্ন সময়ে আবহাওয়ার পূর্বাভাসও দিতে পারে এই রোবো-কুকুর। এছাড়া বৃত্তাকার এলাকার নিরাপত্তা, সম্পদ রক্ষা, রাসায়নিক-পরমাণু যুদ্ধক্ষেত্রের সামগ্রিক দেখভালের জন্য ব্যবহার করা হয় এদের। রবিবার রেড রোডের প্যারেডে সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে 'সঞ্জয়' নামে রোবো-কুকুরদের সারিবদ্ধ চলন দেখে মুগ্ধ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।