shono
Advertisement
Republic Day 2025

বাংলাদেশ আবহে নাশকতার আশঙ্কা, ছাব্বিশে রেড রোডে কড়া নিরাপত্তা

বাংলাদেশের উদ্বেগজনক পরিস্থিতির কথা মাথায় রেখে নিরাপত্তার চাদরে মুড়ল তিলোত্তমা।
Published By: Sayani SenPosted: 04:21 PM Jan 25, 2025Updated: 05:23 PM Jan 25, 2025

নিরুফা খাতুন: সাধারণতন্ত্র দিবস উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে রেড রোড। প্রতিবেশী দেশ বাংলাদেশে উদ্বেগজনক পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতায় থাকছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। রবিবার সাধারণতন্ত্র দিবসে রেড রোডে কুচকাওয়াজ রয়েছে। জঙ্গিরা এই সময়গুলি হামলার জন্য বেছে নেয়। জঙ্গি হামলার আশঙ্কায় সাধারণতন্ত্র দিবসের আগে থেকেই নাকা চেকিং চলছে শহরে।

Advertisement

রবিবার রেড রোডে নিরাপত্তায় ২৩০০ পুলিশ বাহিনী মোতায়েন থাকছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা এড়াতে রেড রোড চত্বর এবং সংলগ্ন এলাকাজুড়ে ২৩০০ অতিরিক্ত বাহিনীকে মোতায়েন থাকবে। এছাড়াও থাকবেন ২ জন অতিরিক্ত নগরপাল পদমর্যাদার আধিকারিক, ৪ জন জয়েন্ট সিপি, ২২ জন ডিসি এবং ৪৬ জন এসিপি পদমর্যাদার আধিকারিক। সঙ্গে থাকবেন ১১৯ জন ইন্সপেক্টর পদমর্যাদার কুচকাওয়াজের প্রস্তুতি।

১১টি ওয়াচ টাওয়ারে নজরদারি চালানো হবে। রাখা হচ্ছে বালির বস্তার বাঙ্কারও। এছাড়া নিরাপত্তার স্বার্থে শহরজুড়ে থাকছে কুইক রেসপন্স টিম, এইচআরএফসি, আরএফএস এবং পিসিআর ভ্যান। সাধারণতন্ত্র দিবসেও শহরে বাইরের প্রচুর লোকজন ঢোকে। কলকাতার দ্রষ্টব্য স্থান যেমন আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা তারামণ্ডল, জাদুঘরে দর্শকদের ভিড় থাকে। রবিবার সেখানেও বাড়তি পুলিশ থাকছে। হাসিনা সরকারের পতনের পর থেকে সেদেশে পরিস্থিতি উদ্বেগজনক। জঙ্গি ও অনুপ্রবেশকারী ঠেকাতে ধরপাকড় চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশে উদ্বেগজনক পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতায় থাকছে কড়া নিরাপত্তা।
  • রবিবার রেড রোডে নিরাপত্তায় ২৩০০ পুলিশ বাহিনী মোতায়েন থাকছে।
  • কলকাতার দ্রষ্টব্য স্থানে বাড়তি পুলিশ থাকছে।
Advertisement