সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের তদন্তে ব্যর্থ সিবিআই। এই অভিযোগে কংগ্রেসের নিজাম প্যালেস ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশ এবং কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি। প্রতিবাদে নিজাম প্যালেসের সামনে অবস্থান বিক্ষোভে কংগ্রেস।
শুক্রবারই শিয়ালদহ আদালতে জামিন পান আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। ২ হাজার ব্যক্তিগত বন্ডে জামিন পান দুজনে। ৯০ দিন কেটে যাওয়ার পরেও চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই। সে কারণেই জামিন পেয়ে যান তাঁরা। আর্থিক দুর্নীতি মামলায় যুক্ত হওয়ায় জেলমুক্তি হয়নি সন্দীপের। তবে জেল থেকে ছাড়া পেয়েছেন অভিজিৎ মণ্ডল। আদালতের এই নির্দেশের পরই সিবিআইয়ের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে 'ব্যর্থতা'য় সরব রাজনৈতিক মহল। জুনিয়র চিকিৎসকরাও সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।
সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস কর্মী-সমর্থকরা শনিবার সকালে নিজাম প্যালেস ঘেরাও অভিযান করে। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। তাতে বাধা দেয় পুলিশ। তা নিয়ে প্রথমে দুপক্ষের বচসা হয়। পরে ধস্তাধস্তিও শুরু হয়। এরপরই নিজাম প্যালেসের সামনে বসে পড়েন কংগ্রেস কর্মী-সমর্থকরা। নিজাম প্যালেস সামনের রাস্তা অবরোধও করেন তাঁরা। এদিকে, সিজিও কমপ্লেক্স অভিযান করে এসইউসিআই। বারবার স্লোগান ওঠে, "তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেব না।" কলেজস্ট্রিটে বিক্ষোভ দেখায় এসএফআই। প্রতিবাদে পথে নামছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সও। দুপুর তিনটেয় রানি রাসমণি অ্যাভিনিউতে জমায়েতের ডাক দিয়েছে অভয়া মঞ্চের সদস্যরা।