shono
Advertisement
SPECIAL METRO SERVICES

সেট পরীক্ষার্থীদের জন্য রবিবার সাতসকালেই মিলবে মেট্রো, জেনে নিন সময় সূচি

অন্যান্য সপ্তাহে রবিবার দমদম-কবি সুভাষ রুটে দিনের প্রথম মেট্রো মেলে সকাল নটায়।
Published By: Paramita PaulPosted: 02:42 PM Dec 11, 2024Updated: 02:59 PM Dec 11, 2024

নব্যেন্দু হাজরা: কলেজে চাকরির পরীক্ষা বা সেট পরীক্ষার্থীদের জন্য সুখবর। আগামী রবিবার সাতসকালে চলবে মেট্রো। অন্যান্য সপ্তাহে রবিবার দমদম-কবি সুভাষ রুটে দিনের প্রথম মেট্রো মেলে নটায়। এ সপ্তাহে নির্দিষ্ট সময়ের আগেই চলবে একজোড়া বিশেষ মেট্রো। জেনে নিন সময় সূচি।

Advertisement

রবিবার রয়েছে স্টেট এলিজিবিলিট টেস্ট বা সেট পরীক্ষা। যা শুরু হবে সাড়ে দশটায়। সুতরাং পরীক্ষার্থীদের অন্তত সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে। তাঁদের কথা মাথায় রেখেই মেট্রো পরিষেবা আরও সকালে চালুর সিদ্ধান্ত। কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ ডিসেম্বর অর্থাৎ আগামী রবিবার দিনের প্রথম মেট্রোটি দমদম ও কবি সুভাষ থেকে ছাড়বে সকাল ৮টায়। পরেরটি কবি সুভাষ ছাড়বে সাড়ে আটটায়। তবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো মিলবে সকাল সোয়া আটটায়। যা দমদমে এসে পৌঁছবে সাড়ে আটটায়।

পরীক্ষার্থীদের জন্য দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে অতিরিক্ত মেট্রো থাকলেও অন্যান্য রুটে একই থাকবে পরিষেবা। হাওড়া ময়দান- এসপ্ল্যানেড রুটে পরিষেবা থাকবে অন্যান্য দিনের মতোই। গ্রিন, পার্পল বা অরেঞ্জ লাইনে কোনও মেট্রো চলবে না।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলেজে চাকরির পরীক্ষা বা সেট পরীক্ষার্থীদের জন্য সুখবর।
  • আগামী রবিবার সাতসকালে চলবে মেট্রো।
  • অন্যান্য সপ্তাহে রবিবার দমদম-কবি সুভাষ রুটে দিনের প্রথম মেট্রো মেলে নটায়।
Advertisement