shono
Advertisement
BOOK FAIR

বইমেলা স্পেশাল! রবিবারও শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে ছুটবে মেট্রো

জেলা বা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মেলামুখী জনতার সুবিধা হবে।
Published By: Paramita PaulPosted: 06:03 PM Jan 25, 2025Updated: 06:30 PM Jan 25, 2025

নব্যেন্দু হাজরা: বইপ্রেমীদের জন্য সুখবর। বইমেলা উপলক্ষে রবিবারও শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে চলবে মেট্রো। ফলে জেলা বা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মেলামুখী জনতার সুবিধা হবে।

Advertisement

শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে রবিবার বন্ধ থাকে পরিষেবা। কিন্তু ২ এবং ৯ ফেব্রুয়ারি, এই দুই রবিবার এই রুটে মেট্রো চলাচল করবে। ২৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। সেই উপলক্ষে এই দুদিন দুপুর ২টো ১৫ মিনিট থেকে চলবে মেট্রো। শেষ পরিষেবা মিলবে রাত ৯টা ৪০ মিনিটে। শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে ৯টা ৩৫ মিনিটে। আবার সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। মেট্রো মিলবে ১২ মিনিট অন্তর। আর সোমবার থেকে শনিবার পর্যন্ত অন্যান্য দিনের মতোই মিলবে পরিষেবা। তবে দুপুর ২টো ১৫ মিনিট থেকে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত ১২ মিনিট অন্তর মেট্রো চলাচল করবে। 

প্রসঙ্গত, ২৮ জানুয়ারি বিকেলে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে শনিবার বইমেলার যাবতীয় নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক সমন্বয় বৈঠক হয়েছে। সেখানে মেলা আয়োজক সংস্থা পাবলিশার্স এন্ড বুক সেলার গিল্ড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় ছিলেন বিধাননগর কমিশনারেট, বিধাননগর পুরনিগম, কেএমডিএ, দমকল সহ প্রশাসনিক একাধিক শীর্ষ স্তরের কর্তারা। বৈঠক শেষে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার বলেন, "বইমেলার সফল করতে সিসি ক্যামেরা, পুলিশি নজরদারি-সহ যাবতীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হবে।" দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, "অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে মজবুত রাখা হচ্ছে বইমেলা প্রাঙ্গণকে। মেলা মাঠের স্টলের অলিগলিতে অগ্নিসংযোগ ঠেকাতে ১২টি মোটরবাইক কর্মী মোতায়েন রাখা হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তিতে থাকছে ফায়ার রোবট, ইঞ্জিন ইত্যাদি সরঞ্জাম।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বইমেলা উপলক্ষে রবিবারও শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে চলবে মেট্রো।
  • জেলা বা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মেলামুখী জনতার সুবিধা হবে।
  • শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে রবিবার বন্ধ থাকে পরিষেবা।
Advertisement