shono
Advertisement

তৃণমূলের ওয়ার্কিং কমিটিতে একাধিক নতুন মুখ, ‘কে এল-গেল ভুলে যান’, বার্তা মমতার

১৯ জানুয়ারি পুরুলিয়া যাবেন মুখ্যমন্ত্রী।
Posted: 08:31 PM Jan 08, 2021Updated: 08:52 PM Jan 08, 2021

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ভোটের রণকৌশল কী হবে তা ঠিক করতে শুক্রবার কালীঘাটে আরও একদফা বৈঠক সারল তৃণমূলের ওয়ার্কিং কমিটি। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সদস্যদের সাফ বললেন, “কে এল, কে গেল তাতে গুরুত্ব দেওয়ার কারণ নেই।” সেইসঙ্গে এদিন তৃণমূলের কার্যকরী কমিটিতে যোগ হল তিন নতুন মুখ।

Advertisement

তৃণমূল-বিজেপি উভয়ের টার্গেটই এখন একুশের নির্বাচন। লড়াইয়ের ময়দানে প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নন কেউ। তাই নির্বাচনের রণকৌশল ঠিক করতে শুক্রবার বিকেল ৫ টা নাগাদ কালীঘাটে বৈঠকে বসে তৃণমূলের ওয়ার্কিং কমিটি। তৃণমূল সু্প্রিমো ছাড়া সেখানে ছিলেন সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, সুব্রত মুখোপাধ্যায় ও প্রশান্ত কিশোর। জানা গিয়েছে, সেখানে ওর্য়াকিং কমিটির নতুন সদস্য হিসেবে ঘোষণা করা হয় শোভবদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য ও মলয় ঘটকের নাম। এরপর দলের নেতাদের সঙ্গে নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা করেন তৃণমূল সু্প্রিমো। বলেন, “কৃষি আইনের বিরোধিতা চলবে।” শেষ পর্যন্ত কৃষকদের পাশে থাকবেন বলেই এদিনের বৈঠকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন: ভোটের আগে ফের দিল্লি সফর, শনিবার অমিত শাহের সঙ্গে বৈঠক ধনকড়ের

দলত্যাগীদের গুরুত্ব দিতে বারণ করে এদিনের বৈঠকে তৃণমূল সুপ্রিমো বলেন, “কে এল, কে গেল তা ইগনোর করুন।” সরকারের উন্নয়নমূলক কাজ আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নেতাদের নির্দেশ দেন তিনি। আশ্বাস দেন সমস্ত পরিস্থিতিতে সকলের পাশে থাকার। পাশাপাশি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, ১৯ জানুয়ারি পুরুলিয়ায় যাবেন তিনি। উল্লেখ্য, শেষ কিছুদিনে শাসকদলের বেশ কয়েকজন দাপুটে নেতা দলত্যাগ করে যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। তাঁদের মধ্যে অন্যতম শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে রাজনৈতিক চাপানউতোর এখনও অব্যাহত। তবে এসবকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল সুপ্রিমো।

[আরও পড়ুন: করোনা কালে গঙ্গাসাগরে শুধুই ই-স্নান নাকি পুণ্যডুবে ছাড়পত্র? বুধবার সিদ্ধান্ত জানাবে হাই কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement