shono
Advertisement

‘ডোন্ট টাচ মাই বডি’পোস্টার নিয়ে হাজির তৃণমূল, পালটা বিক্ষোভ বিজেপির, ধুন্ধুমার বিধানসভা

নজিরবিহীনভাবে শাসকদলের বিধায়করা অধিবেশন ছেড়ে বিধানসভা চত্বরে মিছিল করলেন।
Posted: 12:49 PM Sep 15, 2022Updated: 05:01 PM Sep 15, 2022

গৌতম ব্রহ্ম: শুভেন্দু অধিকারীর ‘ডোন্ট টাচ মাই বডি’ মন্তব্যের আঁচ এবার বিধানসভাতেও। বিক্ষোভ, পালটা বিক্ষোভে উত্তাল অধিবেশন কক্ষ। শেষপর্যন্ত ওয়াকআউট করল বিজেপি (BJP)। পালটা গোটা বিধানসভা চত্বরে মিছিল করে ঘুরলেন তৃণমূল বিধায়করাও।

Advertisement

এদিন পূর্বপরিকল্পিতভাবেই রাজ্যের শাসকদলকে বিধানসভায় আক্রমণের ছক কষেছিল বিজেপি। সেই মতো নিয়োগ দুর্নীতি ও বেনিয়ম ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনেন মনোজ টিগ্গা, অগ্নিমিত্রা পলরা (Agnimitra Paul)। কিন্তু বিজেপির সেই মুলতুবি প্রস্তাব স্বীকার করেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ‘এগুলি রাজনৈতিক বিষয়’, বলে অধিবেশন মূলতুবির দাবি খারিজ করে দেন তিনি। এরপরই বিজেপি বিধায়করা নিয়োগ দুর্নীতি নিয়ে ছোট ছোট পোস্টার বের করে বিক্ষোভ শুরু করে দেন। সেই সঙ্গে স্লোগান দেওয়া শুরু করেন, ‘চাকরি চোরের সরকার, আর নেই দরকার।’

[আরও পড়ুন: সুরাপ্রেমীদের জন্য সুখবর, পুজোর আগে বাড়ছে না মদের দাম, খবর আবগারি দপ্তর সূত্রে]

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে সেই বিক্ষোভ শুরু হতেই পালটা আসরে নামেন তৃণমূল বিধায়করা। নবান্ন অভিযানের দিন শুভেন্দুর করা মন্তব্যের রেশ যে বিধানসভায় পড়তে চলেছে, সে ইঙ্গিত একদিন আগেই মিলেছিল। বুধবার তৃণমূলের মহিলা বিধায়করা ঘরোয়া আলোচনায় শুভেন্দুর ওই মন্তব্য নিয়ে রীতিমতো হাসাহাসি করেছেন। এদিন দেখা গেল তাঁরা বড় বড় পোস্টার নিয়ে হাজির বিধানসভায়। তৃণমূল (TMC) বিধায়কদের পোস্টারগুলিতে লেখা, ‘ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল, মোদিজির ইঞ্চি ছাতির Tale।’ ‘ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল, অল ইওর পলিসিস উইল ফেইল’, ‘আচ্ছে দিনের সরকার ইজ এ ফেয়ারিটেইল, ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল।’ সেই সঙ্গে তৃণমূল বিধায়কদের পালটা স্লোগান, ‘চোর চোর চোরটা। শিশিরবাবুর ছেলেটা।’ এই বিক্ষোভ প্রসঙ্গে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘এরকমটা আমরা আগে দেখিনি। বিজেপি দীর্ঘদিন ধরে হট্টগোল করছে। কোনওরকম আলোচনায় আসতে চাইছে না।’ তৃণমূল বিধায়ক মদন মিত্রর প্রশ্ন,’বিরোধী রাজনীতি করতে গেলে এভাবে ছুঁয়ো না ছুঁয়ো না করলে হয় না। উনি কি মেয়ে না ছেলে সেটা নিয়ে আত্মবিশ্বাসী নন?’  পালটা বিজেপির অগ্নিমিত্রা পল অভিযোগ করেন, ‘এটা অত্যন্ত নিম্নমানের রাজনীতি। আমার দল এই ধরনের রাজনীতি করতে শেখায়নি।’

[আরও পড়ুন: ‘মহিলাদের অপছন্দ করেন, পুরুষ পছন্দ করেন শুভেন্দু’, বললেন অভিষেক]

দু’পক্ষের স্লোগানে রীতিমতো হট্টগোল শুরু হয়ে যায় অধিবেশন কক্ষে। এরপরই ওয়াক-আউট করে বিজেপি। বিধানসভা কক্ষের সামনে সিড়ির উপর এসে বসে পড়েন বিজেপি বিধায়করা। সমানে চলতে থাকে সরকার বিরোধী স্লোগান। এরপর নজিরবিহীনভাবে শাসকদলের বিধায়করাও অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে আসেন। তাঁরা গোটা বিধানসভা চত্বর জুড়ে মিছিল করেন। সেই মিছিলে উপস্থিত ছিলেন একেবারে শীর্ষস্তরের নেতারা। দু’পক্ষের বিক্ষোভ পালটা বিক্ষোভে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিধানসভা চত্বরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement