স্টাফ রিপোর্টার: ট্রেড লাইসেন্স পেতে গেলে জঞ্জাল সাফাইয়ের পরিষেবা বাবদ খরচ দিতে হবে। অন্যথায় ট্রেড লাইসেন্স মিলবে না। কলকাতা পুর এলাকায় সব বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অনলাইনে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। অতি দ্রুত পুর ও নগরোন্নয়ন দপ্তর গেজেট প্রকাশ করে বিষয়টি আরও স্পষ্ট করে দেবে। পুর তথ্য বলছে, ৫০০ বর্গফুট অথবা বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য জঞ্জাল সাফাই বিভাগ সার্ভিস চার্জ লাগু করেছে।
নিয়ম অনুযায়ী, ট্রেড লাইসেন্স পেতে গেলে সার্ভিস চার্জ আগে দিতে হবে। এমনভাবে সফটওয়্যার তৈরি হয়েছে। গত সপ্তহে মেয়র পারিষদ বৈঠকে এই চলতি নিয়মকে আরও দৃঢ় করতে গেজেট নোটিফিকেশন করার সিদ্ধান্ত হয়। তার আগে অবশ্যই নিয়ম মেনে পুর অধিবেশনে অনুমোদন করা হবে। এক পুর শীর্ষকর্তার কথায়, "জঞ্জাল সাফাই থেকে ৬৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। তারই মধ্যে প্রায় ৪২ কোটি টাকা সার্ভিস চার্জ বাবদ।" ওই কর্তার কথায়, শহরের এখনও অসংখ্য বাণিজ্যিক সংস্থা জঞ্জাল সাফাই বিভাগের সার্ভিস চার্জের বাইরে। এইসব সংস্থাকে কর কাঠামোর আওতায় আনতে ট্রেড লাইসেন্স ফি-র আওতায় আনা হয়েছে।
ঘটনা হল, অনেক বাণিজ্যিক সংস্থা একবারে পাঁচ অথবা দশ বছরের ট্রেড লাইসেন্স ফি দিতে চায়। ওই কর্তার কথায়, এরফলে জঞ্জাল সাফাইয়ের ফি নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু পুরসভা নোটিস দিয়ে জানিয়ে দিয়েছে, যত বছরের ট্রেড লাইসেন্স করা হবে, ঠিক তত বছরের জঞ্জাল সাফাইয়ের ফি আগাম নেওয়া হবে। বস্তুত, এই সিদ্ধান্তগুলি গেজেট প্রকাশ করে জানিয়ে দিতে চলেছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। তবে বসতবাড়ির ক্ষেত্রে এই নিয়ম কোনওভাবেই প্রযোজ্য নয়।