shono
Advertisement
Metro

দেড়মাস হাওড়া-এসপ্ল্যানেড ও শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা বন্ধের ভাবনা, চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা

হাওড়া-এসপ্ল্যানেড-শিয়ালদহ সংযুক্তিকরণের কাজের বন্ধ পরিষেবা বন্ধের ভাবনা।
Published By: Sayani SenPosted: 05:41 PM Jan 12, 2025Updated: 05:43 PM Jan 12, 2025

নব্যেন্দু হাজরা: হাজারও বাধা পেরিয়ে বউবাজারে মেট্রোর টানেল তৈরির কাজ সম্পূর্ণ। এবার পালা হাওড়া থেকে এসপ্ল্যানেড হয়ে শিয়ালদহ পর্যন্ত সংযুক্তিকরণের কাজ। তবে এই কাজের জন্য ভোগান্তির শিকার হতে পারেন আমজনতা। কারণ, প্রায় দেড়মাস হাওড়া থেকে এসপ্ল্যানেড আবার শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত বন্ধ থাকতে পারে মেট্রো পরিষেবা। যদিও এখনও এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

Advertisement

২০১৯ সালে প্রথমবার মেট্রোর কাজের জন্য বউবাজারে বাড়িতে ধস নামে। এরপর ২০২২ সালে প্রথমবার মে মাসে এবং দ্বিতীয়বার অক্টোবরে বউবাজারে বাড়িতে ধস নামে। কমপক্ষে ৭০টি বাড়ি কমবেশি ক্ষতিগ্রস্ত হয়। তবে প্রায় বছরের প্রতীক্ষার পর গত ডিসেম্বরেই বউবাজারের টানেলের কাজ শেষ হয়। মেট্রো কর্তৃপক্ষের পরবর্তী পরিকল্পনা হাওড়া থেকে এসপ্ল্যানেড হয়ে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভকে যুক্ত করা। তথ্য বলছে, হাওড়া এবং শিয়ালদহ সবচেয়ে ব্যস্ত স্টেশন। এই রাস্তায় প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী যাতায়াত করেন। প্রতি ঘণ্টায় হাওড়া থেকে শিয়ালদহ পর্যন্ত অন্ততপক্ষে ৭২টি বাতানুকূল বাস যাতায়াত করে। সময়ও লাগে অনেক বেশি। যানজটের ফলে ভোগান্তির শিকারও হন অনেকেই। অথচ এই রাস্তায় মেট্রো চলাচল শুরু হলে মাত্র ১১ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাবে। সে কারণে দুটি ব্যস্ত স্টেশনকে মেট্রো পথে সংযুক্তিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে এই ভাবনাকে বাস্তবায়িত করতে কেএমআরসিএলের তরফে হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখার আর্জি করা হয়েছে। মেট্রো লাইন সংযুক্তিকরণের কাজের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত পরিষেবা পুরোপুরি বন্ধ রাখার কথা বলা হয়েছে। তার ফলে কমপক্ষে ১ লক্ষ যাতায়াতকারী বিপাকে পড়তে পারেন। বলে রাখা ভালো, ১২ এবং ১৯ জানুয়ারিও হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তবে হাওড়া থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা প্রায় দেড়মাস বন্ধ থাকবে কিনা, সে বিষয়ে এখনও মেট্রো কর্তৃপক্ষের তরফে নিশ্চিতভাবে জানানো হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাওড়া-এসপ্ল্যানেড-শিয়ালদহ সংযুক্তিকরণের কাজের বন্ধ পরিষেবা বন্ধের ভাবনা।
  • দেড়মাস হাওড়া-এসপ্ল্যানেড ও শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা বন্ধের ভাবনা!
  • পরিষেবা বন্ধ থাকায় চূড়ান্তি ভোগান্তির আশঙ্কা।
Advertisement