অরিজিৎ গুপ্ত, হাওড়া: শুনানি চলাকালীন ভরা এজলাসে নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা এক বিচারাধীন বন্দির। বুধবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়া সেশন কোর্টে। দুপুর ১টা নাগাদ উইটনেস বক্সের কাছে দাঁড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই বন্দি ধারালো ব্লেড নিয়ে কীভাবে আদালতের ভিতরে প্রবেশ করল তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের বিরুদ্ধে গাফলতির অভিযোগ উঠছে।
বিচারাধীন বন্দির নাম মুঙ্গেশ বাদলিয়া যাদব। মে মাসে হাওড়া স্টেশনের মালগুদাম চত্বরের উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা রিভু বিশ্বাসকে খুনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গোলাবাড়ি থানার পুলিশ তদন্তে নেমে তাঁকে গ্রেপ্তার করে। হাওড়া জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দি ছিলেন মুঙ্গেশ। সেই মামলার শুনানিতেই বুধবার অভিযুক্তকে হাওড়া সেশন কোর্টের সেকেন্ড এডিজের এজলাসে হাজির করানো হয়।
মামলার শুরুতে এক সাক্ষীর হাজিরা দেওয়ার কথা ছিল। অপেক্ষায় ছিলেন সবাই। সেই সময় বিচারকদের উদ্দেশে "গুডবাই" বলে চিৎকার করতে করতে পকেট থেকে ব্লেড বার করে গলায় চালান অভিযুক্ত। রক্তে ভেসে যায় আশপাশ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মুঙ্গেশ। তাঁকে তড়িঘড়ি হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর হইচই পড়ে যায় আদালত চত্বরে। বিচারক, আইনজীবী ও আদালত চত্বরে উপস্থিত থাকা প্রত্যেকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এছাড়াও ওই বন্দি কী করে ব্লেড পেলেন? কেউ কি তাঁকে দিয়েছেন? তা নিয়ে প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, বেশ কয়েকবছর আগে মুম্বইয়ের বাসিন্দা মুঙ্গেশের সঙ্গে পরিচয় হয় দুই সন্তানের মা রিভুর সঙ্গে। তাঁদের বিবাহবর্হিভূত সম্পর্ক ছিল বলে জানা যায়। মে মাসে রিভুদের গাইঘাটার বাড়িতে আসেন মুঙ্গেশ। সেখানে মৃতার স্বামী, সন্তানদের সঙ্গেই থাকছিলেন। ফিরে যাওয়ার সময় হাওড়া স্টেশনে রিভুর সঙ্গে বচসা বাধে অভিযুক্তের। সেই সময় ছুরি দিয়ে আঘাত করেন তিনি। এই ঘটনার পর মুঙ্গেশকেও লোহার রড দিয়ে মারেন রিভুর স্বামী। মুঙ্গেশকে হাসপাতালে ভর্তি করা হয়। রিভুকে খুনের দায়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। জেল হেফাজতে ছিলেন অভিযুক্ত। এবার ভরা এজলাসে আত্মহত্যার চেষ্টা করলেন তিনি।
ধৃতের আইনজীবী তথা জেলা লিগ্যাল এইড কাউন্সিলের প্রধান দেবাশিস মুখোপাধ্যায় বলেন, "মামলা শুরু হওয়ার আগে আমার সামনেই ও ব্লেড চালায়। পুলিশ খতিয়ে দেখুক কী করে পকেটে ব্লেড এল।" পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আত্মহত্যার চেষ্টা করায় অভিযুক্তের বিরুদ্ধে নতুন এফআইআর করা হবে।