সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে ফের বেপরোয়া গাড়ির বলি এক। চিকিৎসকের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ভ্যানচালকের। রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটে কাশীপুরের বিটি রোডে। তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত চিকিৎসকের নাম দেবজিৎ বিশ্বাস। রবিবার ভোর রাতে বিটি রোড ধরে গাড়ি চালিয়ে ফিরছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত গতিতে ছুটে এসে ওই গাড়ি ভ্যানচালককে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন ওই ভ্যানচালক। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। ব্যক্তিটিকে ধাক্কা মারার পর পাশের একটি জায়গায় ধাক্কা মারে গাড়িটি। দুমড়ে-মুচড়ে যায় সামনের অংশ। ঘটনার পর চিকিৎসক পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাশীপুর থানার পুলিশ। অভিযুক্ত ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।
কী করে দুর্ঘটনা ঘটল? জানা যাচ্ছে, গাড়ি চালানোর সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন ওই চিকিৎসক। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই চালককে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কারণ যাই হোক গাড়িটি দ্রুত গতিতে ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।