অর্ণব আইচ: ফের পিছোল 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। কারণ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত 'কালীঘাটের কাকু' এখনও অসুস্থ। তাই মঙ্গলবারও তাঁকে আদালতে তোলা যায়নি। তবে আগামী সপ্তাহেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়ে দিয়েছে আদালত।
বেসরকারি হাসপাতাল থেকে সংশোধনাগারে ফিরেছেন 'কালীঘাটের কাকু'। কিন্তু অসুস্থতার জন্য আজও নগর ও দায়রা আদালতে হাজিরা দিতে পারেননি সুজয়। তাই মঙ্গলবার নির্ধারিত দিন থাকলেও নেওয়া গেল না তার কণ্ঠস্বরের নমুনা। বিচারক জানিয়েছেন, ২৯ জানুয়ারি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। ওই দিন সুজয়কৃষ্ণকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত।
সুজয়কৃষ্ণ ভদ্র ইডির মামলা থেকে অব্যাহতি পেলেও সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন। চার্জ গঠিত হয়েছে ‘কালীঘাটের কাকু’-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে সিবিআই-কে অনুমতি দিয়েছে বিশেষ আদালত। দিনও ধার্য হয়েছিল। কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন 'কালীঘাটের কাকু'।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জগঠনের দিন আদালতে আসার পথেই জ্ঞান হারান সুজয়কৃষ্ণ। সেই সময় প্রথমে তাঁকে এসএসকেএম, রাতে নিউ আলিপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছিলেন আইসিইউতে। পরে সিসিইউতে পাঠানো হয়। পরে তাঁকে বাইপাসের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সম্প্রতি তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন।