shono
Advertisement
contractual workers

রাজ্য সরকারের অস্থায়ী কর্মীদের অবসরকালীন সুযোগ-সুবিধা এবার অনলাইনে

পুরো বিষয়টাকেই ডিজিটাইজ করা হবে।
Published By: Paramita PaulPosted: 07:48 PM Jan 25, 2025Updated: 07:48 PM Jan 25, 2025

নব্যেন্দু হাজরা: ‌অস্থায়ী, চুক্তিভিত্তিক এবং দৈনিক ভাতার কর্মীদের অবসরের সময় এককালীন আর্থিক অনুদান পেতে আর অপেক্ষা করতে হবে না। অবসরের সঙ্গে সঙ্গেই তাঁরা যাতে এই টাকা পেতে পারেন তার জন্য উদ্যোগী হল রাজ্যের অর্থদপ্তর।

Advertisement

ঠিক হয়েছে, রাজ্যের বিভিন্ন দপ্তরের অস্থায়ী কর্মীদের অবসরকালীন সুযোগ-সুবিধা এবার অনলাইনের মাধ‌্যমেই প্রদান হবে। পুরো বিষয়টাকেই ডিজিটাইজ করা হবে। সম্প্রতি অর্থ দপ্তর এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে দপ্তর এবং জেলা প্রশাসনকে জানানো হয়েছে, এবার থেকে ডিরেক্টরেট ও তার সমতুল সংস্থাগুলি

এইচআরএমএস–এর মাধ্যমে ‘‌টার্মিলান বেনিফিট’‌ (‌অবসরের সময় এককালীন অনুদান)‌ পেতে অনলাইনে আবেদন করতে পারবে। ডিরেক্টরেটের অধীনস্থ সংস্থাগুলি ডিরেক্টরের কাছ থেকে অনুমোদন নিলেই চলবে। অর্থদপ্তর বা নিজের দপ্তর থেকে অনুমদান নিতে হবে না। ডিরেক্টর নিজেই এই অনুমোদন দিতে পারবেন। এর ফলে সময় বাঁচবে। উপভোক্তা যেদিন অবসর নেবেন সেদিনই এই অনুদান পেয়ে যাবেন। চুক্তিভিত্তিক, অস্থায়ী ও দৈনিক ভাতার কর্মীরা অবসরের সময় এখন এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক অনুদান পান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের উদ্যোগে এই সুবিধা পাচ্ছেন তাঁরা। প্রথমে তাঁরা ৩ লক্ষ টাকা পেতেন। পরে মুখ্যমন্ত্রী তা বাড়িয়ে ৫ লক্ষ করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অস্থায়ী, চুক্তিভিত্তিক এবং দৈনিক ভাতার কর্মীদের অবসরের সময় এককালীন আর্থিক অনুদান পেতে আর অপেক্ষা করতে হবে না।
  • অবসরের সঙ্গে সঙ্গেই তাঁরা যাতে এই টাকা পেতে পারেন তার জন্য উদ্যোগী হল রাজ্যের অর্থদপ্তর।
  • রাজ্যের বিভিন্ন দপ্তরের অস্থায়ী কর্মীদের অবসরকালীন সুযোগ-সুবিধা এবার অনলাইনের মাধ‌্যমেই প্রদান হবে।
Advertisement