shono
Advertisement

Breaking News

WB Weather Update

প্রেমদিবসে ঝোড়ো ব্যাটিং শীতের, একধাক্কায় তাপমাত্রা নামল ৫ ডিগ্রি!

কবে বিদায় নেবে শীত?
Published By: Tiyasha SarkarPosted: 10:21 AM Feb 14, 2025Updated: 11:07 AM Feb 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা মরশুমে শীতপ্রেমীদের খুশি করতে পারেনি আবহাওয়া। কিন্তু বিদায় আগে, প্রেমদিবসে ঝোড়ো ব্যাটিং করছে শীত। এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে ৩ থেকে ৫ ডিগ্রি। ফলে শুক্রবার সকালে ফের লাগছে শীতপোশাক। তবে এই আমেজ দীর্ঘস্থায়ী হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। কয়েকদিনেই বিদায় নেবে শীত।

Advertisement

চলতি মরশুমে সে অর্থে জাঁকিয়ে শীতই পড়েনি। দুদিন তাপমাত্রা নামলে পরের তিনদিন কেটেছে উষ্ণ। বড়দিন, বর্ষবরণ এমনকী পৌষ সংক্রান্তিও কেটেছে উষ্ণই! হাওয়া অফিস আগেই জানিয়েছিল, এ মরশুমে আর জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বিদায় নেবে শীত। কিন্তু দেখা যাচ্ছে, এখনই রীতমতো দাপিয়ে ব্যাটিং করছে শীত। শুক্রবার সকালে একধাক্কায় ৩ থেকে ৫ ডিগ্রি কমেছে তাপমাত্রা। দিনে তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের ফের কমবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। শনিবারও নামবে পারদ। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ফের দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

উল্লেখ্য, শুক্রবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গোটা মরশুমে শীতপ্রেমীদের খুশি করতে পারেনি আবহাওয়া। কারণ, এবছর মাঘেও সে অর্থে ঠান্ডা পড়েনি।
  • কিন্তু বিদায় আগে একেবারে ঝোড়ো ব্যাটিং শুরু করেছে শীত। এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রি। ফলে শুক্রবার সকালে ফের লাগছে শীতপোশাক।
  • তবে এই আমেজ দীর্ঘস্থায়ী হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। কয়েকদিনেই বিদায় নেবে শীত।
Advertisement