নিরুফা খাতুন: রাজ্যে বাড়ছে উত্তর পশ্চিম শীতল হাওয়ার দাপট! তার জেরে তাপমাত্রা কমছে বঙ্গের। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ২০ নিচে নেমে গেল তাপমাত্রা। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি নেমে গিয়েছে। ৩ থেকে ৪ দিনে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে রাতে ও সকালে পাওয়া যাবে শীতের আমেজ। সকাল নাগাদ কুয়াশা দেখা যাবে। উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। রাজ্যে শীতের আমেজ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজ, রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। গতকালের থেকে তাপমাত্রা ২ ডিগ্রি নেমেছে। আগামী দু'দিনে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে পূর্বাভাস। পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রা একই রকম থাকবে। রাতে ও ভোরে শীতের আমেজ অনুভূত হবে। খুব সকালে হালকা কুয়াশা দেখা যাবে। পরে পরিষ্কার আকাশের দেখা মিলবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও পারদ পতন চলবে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে পারে। আগামী দুই থেকে তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
