shono
Advertisement

Breaking News

West Bengal Budget 2025

নজরে রাজ্য বাজেট, নতুন কী ঘোষণা? কোন খাতে বাড়বে বরাদ্দ?

বিকেল ৪টেয় বাজেট পেশ হবে।
Published By: Subhankar PatraPosted: 09:12 AM Feb 12, 2025Updated: 12:13 PM Feb 12, 2025

স্টাফ রিপোর্টার: আজ, বুধবার রাজ‌্য বাজেট (West Bengal Budget 2025)। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের উপস্থিতিতে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রত্যেকবার বাজেটে একাধিক চমক থাকে। এবারও কোনও চমক রয়েছে কি না, তা নিয়ে আগ্রহ থাকবে সকলের। বিকেল ৪টেয় বাজেট পেশ হবে বিধানসভায়। তার আগে মন্ত্রিসভার বৈঠক রয়েছে। তবে বাজেট পেশ হওয়ার আগে এ নিয়ে মঙ্গলবার কোনও তরফে কেউই মুখ খুলতে চাননি।

Advertisement

যদিও বাজেটের অভিমুখ কী হবে তা স্পষ্ট করে দিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ‌্যায়। রাজ‌্য সরকারের 'এগিয়ে বাংলা' স্লোগানের কথা মনে করিয়ে মন্ত্রী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সংগ্রামের মধ্যে দিয়ে উঠে এসেছেন। তাই তিনি সবসময় নিজেকে মাটির কাছাকাছি রাখার চেষ্টা করেন। ২০১১ সালে ক্ষমতায় আসার পর আমাদের সরকারের প্রথম লক্ষ্য ছিল, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষজনকে আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলা। আসলে আর্থিকভাবে যাঁরা সবচেয়ে পিছিয়ে রয়েছেন তাঁদের উন্নতি না করতে পারলে সমাজের সার্বিক উন্নয়ন ঘটানো সম্ভব নয়। শুধু সমাজের পিছিয়ে পড়া অংশই নয়, ছাত্র, যুব, কর্মচারী, শ্রমিক, মহিলা-সহ সমাজের সর্বস্তরকেই উপকৃত করেছেন মুখ্যমন্ত্রী। তাই এবারের বাজেটের অভিমুখও সেদিকেই থাকবে।"

এই প্রসঙ্গেই 'এগিয়ে বাংলা' স্লোগানের কথা উল্লেখ করে মন্ত্রীর বক্তব‌্য, "বাংলার সর্বস্তরের মানুষের জন্য ভেবে বারবার একাধিক প্রকল্প নিয়েছেন মুখ‌্যমন্ত্রী। 'এগিয়ে বাংলা' আমাদের সরকারের শুধু একটা স্লোগান নয়, এটা আমাদের সরকারের উন্নয়নের প্রধান মন্ত্র। সমাজের একটা অংশের উন্নয়ন হবে, আর বাকিদের হবে না, আমাদের সেটা উদ্দেশ‌্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা প্রত্যেক মুহূর্তে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ২০১১ সালের আগে কৃষিতে যা ছিল, আমরা তার থেকে অনেক এগিয়েছি। এখন সারা দেশের নিরিখে বাংলায় কৃষকদের আয় সবচেয়ে বেশি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আজ, বুধবার রাজ্য বাজেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
  • প্রত্যেকবার বাজেটে একাধিক চমক থাকে। এবারও কোনও চমক রয়েছে কি না, তা নিয়ে আগ্রহ থাকবে সকলের।
  • বিকেল ৪টেয় বাজেট পেশ হবে বিধানসভায়।
Advertisement