shono
Advertisement

‘বিজেপির একজনকে মারলে তৃণমূলের ৪ জনকে মারব’, হুমকি বিশ্বপ্রিয় রায়চৌধুরির

তাঁর এই মন্তব্যের জেরে উত্তেজনা তৈরি হয়েছে।
Posted: 10:14 PM Oct 12, 2020Updated: 10:25 PM Oct 12, 2020

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সোমবার তা আরও একটু বাড়িয়ে দিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি (Biswapriyo Roy Chowdhury)। দিলীপ ঘোষ ও সায়ন্তন বসুদের পর এবার দলের সদর দপ্তর বসে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন।

Advertisement

সাংবাদিক বৈঠক থেকে হুমকি দিলেন, ‘তৃণমূল (Trinamool) বিজেপি কর্মীদের খুন করছে। মারছে। আমরা চুপচাপ সহ্য করব না। এসব বন্ধ না হলে একের বদলে চার হবে। সেই চারটা বেছে বেছে জেলা ও রাজ্য নেতাদের করব। কীভাবে তৃণমূল সামাল দেয় সেটা আমরা বুঝব।’

[আরও পড়ুন: অমানবিক!‌ অগ্রিম না দেওয়ায় হাসপাতালের বাধা, করোনায় মৃত বাবাকে দেখতে পেল না ছেলে ]

ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘প্রতিবাদ হবে। প্রতিরোধ হবে। তাতেও কাজ না হলে প্রতিশোধ নিতে পিছপা হবে না বিজেপি (BJP)। রাজ্যজুড়ে তৃণমূলের সন্ত্রাস চলছে। ডোমকলে বিজেপি নেতাদের উপর হামলা হচ্ছে। উত্তর ২৪ পরগনায় মনীশ শুক্লার মতো নেতাকে প্রকাশ্যে খুন করা হচ্ছে। খুব তাড়াতাড়ি এই ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার না হলে আমরা অন্য পথ দেখব।’

বঙ্গ বিজেপি নেতার ওই মন্তব্যের কথা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে পরিষ্কার ভাষায় বিজেপি কর্মীদের একজনের উপর হামলা হলে শাসকদলের চারজনকে আক্রমণ করার কথা বিশ্বপ্রিয়বাবু বলেছেন তাতে আরও উত্তেজনা ছড়াবে। একের বদলে চারের নীতির বাস্তবায়ন হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।

[আরও পড়ুন: করোনামুক্ত হলেও শরীর দুর্বল, তৃতীয়বারও NIA আদালতে হাজিরা এড়ালেন ছত্রধর মাহাতো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement