সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎই নেচে উঠছেন মহিলারা। শরীরের উপর থাকছে না কোনও নিয়ন্ত্রণ! নেপথ্যে রহস্যময় ভাইরাস। যার নামও বেশ অদ্ভুত। 'ডিঙ্গা ডিঙ্গা'। সম্প্রতি এই ভাইরাসের দেখা মিলেছে আফ্রিকার উগান্ডায়। এই ভাইরাস নিয়ে চিন্তিত চিকিৎসক মহলও।
জানা গিয়েছে, সম্প্রতি উগান্ডার বুন্দিবুগায়োতে কয়েকজন মহিলা এই ভাইরাসে আক্রান্ত হন। কিন্তু গতকাল পর্যন্ত সেই সংখ্যাটা ৩০০ ছুঁয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে চিকিৎসা চলার পর অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। আশার খবর এই যে, এখনও পর্যন্ত ডিঙ্গা ডিঙ্গা ভাইরাসে কোনও প্রাণহানি ঘটেনি। কিন্তু স্বাভাবিকভাবেই এনিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এই ভাইরাসে মহিলারাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন।
কী কী উপসর্গ রয়েছে এই ভাইরাসের?
ধুম জ্বর ও প্রচণ্ড দুর্বলতা ডিঙ্গা ডিঙ্গার অন্যতম উপসর্গ। সঙ্গে রয়েছে প্রবল কাঁপুনি। যাঁরাই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাঁদের শরীরের উপর কোনও নিয়ন্ত্রণ থাকছে না। শুধু তাই নয়, অসংলগ্নভাবে চলা ফেরা, কথাবার্তায় অসঙ্গতি এমনকী আগ্রাসীও হয়ে উঠছেন তাঁরা। অদ্ভুতভাবে নেচে উঠছে শরীর। বিশেষজ্ঞরা বলছেন, আপাতত অ্যান্টিবায়োটিকেই কাজ হচ্ছে। রোগীরা তাতে সাড়া দিচ্ছেন। কিন্তু এখনও এই ডিঙ্গা ডিঙ্গা ভাইরাসের কারণ জানা যায়নি। আক্রান্তদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চলছে।