shono
Advertisement

কারা নিতে পারবেন কোভ্যাক্সিন? বিতর্কের মাঝেই স্পষ্ট করল ভারত বায়োটেক

কাদের বিপদ ডেকে আনবে এই ভ্যাকসিন?
Posted: 12:30 PM Jan 19, 2021Updated: 12:40 PM Jan 19, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিকাকরণ প্রক্রিয়ার শুরু থেকেই কোভ্যাক্সিনকে (CoVaxin) নিয়ে বিতর্ক চলছে। কেউ এই টিকা কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তো কেউ আবার প্রশ্ন করেছেন, ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে। বিতর্কের মাঝেই এবার ভ্যাকসিন নির্মাতা ভারত বায়োটেক জানিয়ে দিল, সকলের জন্য নয় কোভ্যাক্সিন। কারা কারা এই টিকা নিতে পারবেন, তা স্পষ্ট করে দিয়েছে হায়দরাবাদের এই সংস্থা।

Advertisement

মঙ্গলবার ভারত বায়োটেকের তরফে একটি ফ্যাক্ট শিট প্রকাশ করা হয়েছে। যেখানে কোভ্যাক্সিন সংক্রান্ত একাধিক তথ্য প্রকাশে আনা হয়েছে। কারা এই ভ্যাকসিন নিতে পারবেন তাও স্পষ্ট করে দিয়েছে ভারত বায়োটেক। বলা হয়েছে,

[আরও পড়ুন : নেতাজির জন্মদিনে দেশজুড়ে পালিত হবে ‘পরাক্রম দিবস’, বড় ঘোষণা কেন্দ্রের]

  • অ্যালার্জির ধাত থাকলে কোনওভাবেই নেওয়া যাবে না কোভ্যাক্সিন।
  • জ্বর থাকলে এই টিকা নেওয়া চলবে না।
  • ব্লাড ডিসঅর্ডার থাকলে। অথবা নিয়মিত রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন যাঁরা, তাঁরাও এই ভ্যাকসিন নিতে পারবেন না।
  • দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে, অথবা সেই ক্ষমতাকে প্রভাবিত এমন কোনও ওষুধ সেবন করলে এই টিকা না নেওয়াই ভাল।
  • অন্তঃসত্ত্বারা টিকা নিতে পারবেন না।
  • সন্তানকে স্তন্যপান করাচ্ছেন এমন মহিলারা টিকা নেবেন না।
  • অন্য কোনও কোভিড ভ্যাকসিন নিয়েছেন এমন কেউ কোভ্যাক্সিন নিতে পারবেন না।
  • জটিল অসুখ থাকলে নেওয়া যাবে না কোভ্যাক্সিন।

কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে নতুন নজির গড়েছে ভারত। বিশ্বের বৃহত্তম টিকাকরণ প্রক্রিয়া শুরুর আগে জোড়া ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। একটি হল অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মূলায় তৈরি সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড। অপরটি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। আর যত সমস্যা তৈরি হয়েছে এই ‘স্বদেশী’ কোভ্যাক্সিনকে ঘিরে। তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষের আগেই ছাড়পত্র পেয়েছে এই টিকা। যা নিয়ে বিশেষজ্ঞ থেকে রাজনীতিবিদ, সকলেই একযোগে কেন্দ্রকে বিঁধেছেন।

[আরও পড়ুন : কোভিডমুক্ত হওয়ার পথে দেশ? একধাক্কায় অনেকটাই কমল দৈনিক করোনা সংক্রমণ]

১৬ জানুয়ারি দেশজুড়ে কোভিড টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া অনেকেই কোভ্যাক্সিন নিতে চাইছেন না। এবার টিকা প্রস্তুতকারী সংস্থার তরফে জানিয়ে দেওয়া হল কারা এই টিকা নিতে পারবেন, আর কাদের জন্য বিপদ ডেকে আনবে এই ভ্যাকসিন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement