shono
Advertisement

মেদ ঝরবে ঝটপট, উষ্ণ জলের রয়েছে আরও ১০ উপকার

সুস্থ থাকার চাবিকাঠি এবার আপনার হাতের মুঠোয়।
Posted: 08:21 PM Jul 07, 2021Updated: 08:21 PM Jul 07, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীরকে সতেজ, চাঙ্গা ও সুস্থ রাখতে জল খাওয়া অত্যন্ত জরুরী। চিকিৎসকরা বলেন, দিনে অন্ততপক্ষে ৮ থেকে ১০ গ্লাস জল খেতে। কিন্তু জানেন ঠিক কীভাবে জল খেলে রোগ থেকে নিজেকে দূরে রাখা যায়?

Advertisement

১) শরীরে অতিরিক্ত মেদ জমেছে? নো চিন্তা সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ জল (Warm Water) খেয়ে নিন। জলে লেবুর রসও দিতে পারেন। এক সপ্তাহেই দেখবেন মেদ কমবে ঝটপট।

২) অনেকেই সারা বছর ধরে সর্দি, কাশিতে ভুগে থাকেন। যখনই জল খাবেন, তখনই অল্প করে গরম করে নিন জল। নিয়মিত উষ্ণ জল খেলে এই সমস্যা দূর হবে সহজে।

[আরও পড়ুন: ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে কতটা সক্ষম Covaxin? কী বলছে তৃতীয় পর্যায়ের ট্রায়াল রিপোর্ট?]

৩) শরীর থেকে টক্সিন বার করতে সাহায্য করে উষ্ণ জল। নিয়মিত উষ্ণ জল পান করলে বয়সকে আটকে রাখা যায়!

৪) ব্রন, ফুসকুরির সমস্যায় যারা ভুগছেন, তাদের জন্যও উষ্ণ জল খুবই উপকারী৷ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে উষ্ণ জল পান করলে ব্রন-র সমস্যা থেকে রেহাই পাওয়া যায় ৷

৫) চুল পড়া, অকালপক্কতা, খুসকি থেকে মুক্তি দিতে সাহায্য করে উষ্ণ জল ৷ চুলের গোড়া শক্ত করতেও সাহায্য করে ৷

৬) মানসিক অবসাদে ভুগছেন ? উষ্ণ জলে এক চামচ মধু মিশিয়ে পান করুন ৷ দেখবেন ভালো বোধ করবেন ৷

৭) হজমের সমস্যা দূর করতেও সাহায্য করে উষ্ণ জল !

এতো গেল উষ্ণ জল পান করার ব্যাপার। এছাড়াও, উষ্ণ জলের আরও উপকার রয়েছে। গায়ে, হাত-পায়ে ব্যথা হলে উষ্ণ জলে নুন ফেলে স্নান করুন। দেখবেন দারুণ উপকার পাবেন।

যাঁরা ত্বকের সমস্যায় ভুগছেন, উষ্ণ জলে নিমপাতা ভিজিয়ে রাখুন। তারপর সেটা দিয়ে স্নান সেরে ফেলুন। দেখবেন উপকার পাবেন।

দাঁতে ব্যথার সমস্যা থাকলে দিনে অন্তত ৩ বার উষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন। দেখবেন সমস্যা থেকে মুক্তি পাবেন।

[আরও পড়ুন: করোনা কালে নয়া আতঙ্ক ‘রেক্টাল ব্লিডিং’, জেনে নিন উপসর্গ, সাবধান হবেন কীভাবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement