Advertisement

সাবধান! মানিব্যাগে এই জিনিসগুলি রাখলে আর্থিক সংকটে পড়তে পারেন

05:07 PM Jul 20, 2021 |

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ রাখেন পকেটে, কেউ সাইড ব্যাগে। বাইরে বের হলে ছোট্ট মানিব্যাগটা (Wallet) সকলের কাছেই থাকে। শুধু টাকা নয়, তাতে থাকে অনেক দরকারি জিনিসপত্র। কেউ মানিব্যাগের ভিতরে ঠাকুরের ছবি রাখতে পছন্দ করে, কেউ আবার প্রিয়জনের ছবি ভিতরে রাখতে ভালবাসেন। বিজনেস কার্ড, ATM স্লিপ, দোকানের বিলও রাখা হয় ছোট ওই ব্যাগটির ভিতরে। অজান্তে আবার এমন কিছু জিনিস রাখা হয় যাতে আর্থিক ক্ষতি হতে পারে। আর এ বিষয়েই সতর্ক করলেন বাস্তু বিশেষজ্ঞরা (Vastu Experts)।

Advertisement

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বাস্তু (Vastu Shastra) নিয়ে যাঁরা চর্চা করেন তাঁদের মতে, কয়েকটি জিনিস মানিব্যাগে একেবারেই রাখা উচিত নয়। যেমন ছেঁড়া টাকার নোট। টাকা মানে লক্ষ্মীর দান। সুতরাং ছেঁড়া নোট মানিব্যাগে রাখলে ধনদেবী রুষ্ট হন। এতে আর্থিক ক্ষতি হতে পারে।

পুরনো ছবিও মানিব্যাগে রাখা উচিত নয়। অতীত মানেই পিছু টান। মনে করা হয়, এতে উন্নতির পথে বাধার সৃষ্টি হয়। জীবনে নানা অশান্তি লেগে থাকে।

মানিব্যাগের ভিতরে বাজেভাবে কাগজ রাখবেন না। এতে ব্যগটি অপরিষ্কার তো হয়ই পাশাপাশি অর্থের অপচয়ও হয়। কখনই বেশি সঞ্চয় করতে পারবেন না।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

[আরও পড়ুন: অতিমারীতেও ২৪ ঘণ্টাই খোলা শহরের এই দোকান, এক ফোনেই মিলবে খাদ্য সামগ্রী ]

অতিমারী (Pandemic) আবহে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাই মানিব্যাগটিও যতটা পারবেন পরিচ্ছন্ন রাখবেন। পারলে টাকা ও পয়সা আলাদা জায়গায় রাখবেন। এতে হিসেব থাকবে কত টাকা আপনার মানিব্যাগে রয়েছে। ফলে আচমকা বেশি খরচা করতে পারবেন না। বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পারলে মানিব্যাগে দেবী লক্ষ্মীর (Goddess Lakshmi) ছবি রাখা যেতে পারে। অনেকে আবার শ্রী যন্ত্রের ছবিও রাখেন। তাঁদের বিশ্বাস, এতে সুখ ও সমৃদ্ধি দু’টোই বৃদ্ধি পায়।

[আরও পড়ুন: বাড়িতে খুশির আমেজ ছড়িয়ে দিতে চান? তাহলে দেওয়ালে এই পাঁচটি রং ব্যবহার করুন ]

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Advertisement
Next