shono
Advertisement

পুজোয় সেজে উঠুক আপনার অন্দরমহল, রইল ৭ সহজ উপায়

এবারের পুজো জমে উঠুক এভাবেই।
Posted: 08:33 PM Oct 09, 2021Updated: 08:33 PM Oct 09, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরতের আকাশে রোদের ঝিকমিক। শিউলি ফুলের গন্ধ। পুজো মানেই দূর থেকে ভেসে আসা ঢাকের বাদ্যি। নতুন জামা, নতুন জুতো। আর বন্ধুদের সঙ্গে দেদার আড্ডা। গত এক বছরে করোনার জন্য় এই চিত্রটা অনেকটাই বদলে গিয়েছে। ঘরেই কাটছে পুজোর দিনগুলো। তা বলে পুজো ফিলিং মিস হবে! একেবারেই নয়। রইল ৭ সহজ উপায়। বাড়িতেই খুব সহজে তৈরি করুন পুজোর আবহ।

Advertisement

১) ঘরের পর্দায় আনুন একটু চেঞ্জ। এ ব্যাপারে বেছে নিন উজ্জ্বল রং। লাল, হলুদের কম্বিনেশনে পর্দা দিয়ে সাজিয়ে নিন। পর্দা না হলে, রঙিন ওড়না দিয়েও জানলার আশেপাশ সাজাতে পারেন।

২) ফুলদানিতে নতুন ফুল রাখুন। এক্ষেত্রেও বেছে নিন লাল ও হলুদ রঙের ফুলকে। দেখবেন একটা পুজো পুজো ফিল আসবে।

৩) একটি কাচের বা পিতলের বড় পাত্রে জলের মধ্য়ে ভাসিয়ে দিন ফুল। মাঝখানে রাখুন সদ্য ফোটা পদ্ম।

[আরও পড়ুন: সামান্য ভুলেই নষ্ট হতে পারে সৌন্দর্য, নতুন বাড়ি সাজানোর সময় এগুলি এড়িয়ে চলুন অবশ্যই]

৪) নিয়ম করে সকালে, বিকেলে সব ঘরেই সুগন্ধী ধূপকাঠি জ্বালিয়ে দিন। দরকার পড়লে ধুনো জ্বালাতে পারেন।

৫) ছোট ছোট রঙিন টুনি বাল্ব দিয়ে ঘর সাজিয়ে দিন। দেখবেন পুজো ফিল আসবেই। ইচ্ছে করলে প্রদীপও জ্বালাতে পারেন।

৬) ঘরের দুয়ারে রঙিন আলপনা দিন। ফুল দিয়েও সাজাতে পারেন আলপনা। ইচ্ছে করলে এই আলপনাতে প্রদীপ দিয়েও সাজাতে পারেন।

৭) বন্ধু-বান্ধবকে ডেকে নিন। আড্ডা দিন জমিয়ে, পছন্দের খাবার দাবার সঙ্গে থাকুক। চালিয়ে দিন আপনার প্রিয় পুজোর গান। দেখবেন বাড়িতেই মজায় মজায় কেটে যাবে এবারের পুজো।

[আরও পড়ুন: এই ৭টি সহজ উপায়ে দূর করুন ঘরের মাকড়সা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement