shono
Advertisement

বাড়ির কোথায় টাকা রাখলে হবে শ্রীবৃদ্ধি? জেনে নিন কী বলছেন বাস্তুবিদরা

টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র একই জায়গায় ভুলেও রাখবেন না।
Posted: 07:39 PM Jul 29, 2022Updated: 07:39 PM Jul 29, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাত্যহিক জীবনযাপনের ক্ষেত্রে টাকা প্রয়োজন। না হলে অন্ন সংস্থান করাও সম্ভব নয়। আর সংসারে সুখসমৃদ্ধি কে-ই বা না চান। কিন্তু টাকা থাকলেই তো আর হল না। কষ্টার্জিত টাকা কোথায় রাখলে আপনার সংসার ভরে উঠবে ধনসম্পত্তিতে? জেনে নিন কী বলছেন বাস্তুবিদরা (Vastu)।

Advertisement

  • বাস্তুবিদদের মতে, ধনদেবী অর্থাৎ লক্ষ্মী অধিষ্ঠান করেন বাড়ির দক্ষিণ দিকে। তাই বাড়িতে থাকা টাকাপয়সা উত্তর দিকে রাখাই উচিত। আর তাতেই আপনার ধনসম্পদের পরিমাণ বাড়বে।
  • যে আলমারিতে টাকাপয়সা রাখেন তা ভুলেও দক্ষিণমুখী করে রাখবেন না। কারণ বাস্তবিদরা মনে করেন, দক্ষিণ দিক দিয়ে এসে উত্তরে অধিষ্ঠান করেন ধনদেবী। তাই দক্ষিণ দিকে আলমারি রাখবেন না।
  • টাকা রাখার সময় দক্ষিণ-পশ্চিমমুখী হয়ে বসবেন কিংবা দাঁড়াবেন। ভুলেও বাম হাতে টাকা রাখবেন না। অবশ্যই ডান হাত দিয়ে রাখুন। নইলে কষ্টার্জিত টাকার বেহিসাবি খরচের সম্ভাবনা থাকতে পারে।

[আরও পড়ুন: সংসার সুখের হতে পারে বাস্তুর গুণে, যদি মেনে চলেন এই সাতটি পরামর্শ]

  • উত্তর-পূর্ব, দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম কোণে ভুলেও আলমারি রাখবেন না। ঠাকুর ঘরে ভুলেও মাসিক খরচের টাকা রাখবেন না। তবে লক্ষ্মীদেবীর আসনে সামান্য অর্থ রাখতে ভুলবেন না।
  • বাস্তুবিদদের মতে, লক্ষ্মীদেবী সাধারণত পরিষ্কার ঘরে থাকতে পছন্দ করেন। তাই সবসময় বাড়ি পরিষ্কার রাখুন।
  • সংসারে ধনসম্পদ সমৃদ্ধ করতে চাইলে আপনার বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে রুপোর কয়েন রাখুন। ওই রুপোর কয়েনটিতে কিন্তু অবশ্যই দেবী লক্ষ্মীর ছবি থাকা আবশ্যক।
  • টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র এক জায়গায় রাখবেন না।
  • টাকা রাখার জায়গা কখনও ফাঁকা রাখবেন না। কমপক্ষে ১টাকা রাখবেন ওই জায়গায়।
  • অনেকগুলি ঘর নিয়ে একটি বাড়ি তৈরি হয়। বাড়ির প্রথম এবং শেষ ঘরে টাকা রাখবেন না।
  • জানলার পাশে টাকা রাখবেন না। এক, তো তাতে চুরি যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর দ্বিতীয়ত বাস্তুবিদরা এই জায়গাটিকে মোটেও শুভ বলে মনে করেন না।

[আরও পড়ুন: আম খেয়ে খোসা ফেলে দিচ্ছেন? এর ব্যবহার জানলে অবাক হবেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement