shono
Advertisement

কতটা সময় পর্ন দেখলে যৌন জীবনে উষ্ণতা বজায় থাকবে? জানালেন বিশেষজ্ঞরা

অতিরিক্ত পর্ন ভিডিও দেখা কিন্তু একেবারেই উচিত নয়!
Posted: 05:50 PM Feb 13, 2021Updated: 05:50 PM Feb 13, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কামনার বাসনা থাকে, আবার বাসনারও কামনা থাকে। যৌনতা আধুনিক জীবনের অঙ্গ। এ নিয়ে কুণ্ঠা বোধ করার কিছু নেই। নির্দিষ্ট বয়সের পর পর্ন ভিডিও অনেকেই দেখেছেন। ভারতে নাকি আবার লকডাউনে পর্ন ভিডিও দেখার কয়েকগুন বেড়ে গিয়েছে। তাতে অসুবিধার কিছু নেই। মনোবিদদের অনেকেই পর্ন দেখার পক্ষে। তাঁদের মতে এতে মানসিক অবসাদ কাটে। শরীরে হ্যাপি হরমোনের আধিক্য দেখা যায়। তবে কোনও কিছুই বেশি হওয়া ঠিক নয়। পর্ন ভিডিওর ক্ষেত্রেও সেকথা খাটে। এতে একবার আসক্ত হয়ে পড়লে কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনবেন।
কীভাবে বুঝবেন আপনি পর্নে আসক্ত হয়ে পড়েছেন? এর কোনও বিজ্ঞানভিত্তিক যুক্তি আজ পর্যন্ত গৃহীত হয়নি। তবে এক সাম্প্রতিক সমীক্ষায় বলা হয়েছে, সপ্তাহে চার ঘণ্টা পর্ন দেখা যেতেই পারে। অবশ্য একেবারে নয়। টাইম স্লট ভাগ করে নিতে হবে।

Advertisement

[আরও পড়ুন: ‘নিজেকে সময় দিন’, কর্মরত মায়েদের বিশেষ পরামর্শ মার্কিন ফার্স্ট লেডির]

অতিরিক্ত পর্ন ভিডিও দেখার বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সেই বিষয়ে জানিয়েছেন মনোবিদ ডা. ভাবনা বার্মি জানিয়েছেন। তাঁর মতে,
১) যাঁরা অতিরিক্ত পর্ন ভিডিও দেখেন তাঁদের যৌনজীবন সুখের হয় না। বেশিরভাগ সময়ই সঙ্গীকে সন্তুষ্ট করতে পারেন না।  
২) পর্ন ভিডিওতে আসন্ত হয়ে পড়লে তাতে এতটাই নির্ভরশীল হয়ে পড়েন যে সেই বিষয়গুলি ছাড়া আর অন্যকিছু নিয়ে ভাবতে পারেন না।
৩) অতিরিক্ত পর্ন ভিডিও দেখার ফলে অবাস্তব যৌন ফ্যান্টাসি তৈরি হয়। কিন্তু বাস্তব আর কল্পনা এক নয়। ফলে এই দুইয়ের তুলনা একেবারেই খাটে না।
৪) অনেকে আবার কাল্পনিক প্রেমিকা বা প্রেমিকার কথা ভেবে নেন। এটা কিন্তু এক ধরনের মানসিক অসুখ। এমনটা হয়ে থাকলে অবশ্যই মনোবিদের পরামর্শ নিতে হবে।

[আরও পড়ুন: শরীরের গুপ্ত বাসনা মেটাতে অব্যর্থ সেক্স টয়, কিনতে পারবেন গোপনেই, রইল ঠিকানা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement