shono
Advertisement

ভারতের মোবাইল ফোনের বাজারে বিপুল বিনিয়োগ, তালিকায় রয়েছে Apple-ও, দাবি মন্ত্রীর

দেশে প্রতি বছর ৫৫ হাজার কর্মসংস্থানের সুযোগ। The post ভারতের মোবাইল ফোনের বাজারে বিপুল বিনিয়োগ, তালিকায় রয়েছে Apple-ও, দাবি মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 03:44 PM Aug 02, 2020Updated: 04:34 PM Aug 02, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে কারও পৌষমাস তো কারও সর্বনাশ। করোনা নিয়ে বিশ্বে কোণঠাসা চিন (China)। ভারতের প্রতি বেজিংয়ের (Beijing) আগ্রাসী মনোভাব ভালভাবে নিচ্ছে না আন্তর্জাতিক মহল। আর এই জোড়া ফলায় বিদ্ধ চিন থেকে ব্যবসা গোটাতে চাইছে বহু মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা। সেই সব সংস্থার বিনিয়োগের জন্য সবচেয়ে পছন্দের দেশ হল ভারত। তাদের মধ্যে অন্যতম হল অ্যাপেলের (Apple) ফোন উৎপাদক ঠিকা সংস্থাগুলিও। ফলে আগামী পাঁচ বছরের মধ্যে দেশে এই ক্ষেত্রে বিপুল পরিমাণ বিনিয়োগ হবে বলে মনে করছে কেন্দ্র।

Advertisement

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, অ্যাপেলের ফোন প্রস্তুতকারী এক ঠিকা সংস্থা তাদের পাঁচটি কারখানা ভারতে নিয়ে আসতে চাইছে। পাশাপাশি, বছরের পাঁচশো কোটির আইফোন ভারত থেকে রপ্তানি করার লক্ষ্যমাত্রা রাখা হতে পারে। চিনের বদলে ভারতের দেশীয় বাজার ধরতে চাইছে আইফোনের প্রস্তুতকারক সংস্থাগুলি। তবে ভারতে শুধু ফোন উৎপাদনেই নয়, পরবর্তী সময়ে ট্যাবলেট, কম্পিউটার, ল্যাপটপও ভারতের বাজারে তৈরি করতে চায় তারা। এর ফলে দেশে প্রতি বছর ৫৫ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে সূত্রের খবর।

[আরও পড়ুন : সম্প্রীতির নজির! রাম মন্দিরের ভূমিপুজোয় আসাদউদ্দিন ওয়েইসিকে আমন্ত্রণ বিজেপি নেতার]

প্রসঙ্গত, শনিবার কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, “দেশি-বিদেশি মিলে মোট ২২টি সংস্থা ভারতের মোবাইল ফোনের বাজারে বিনিয়োগ করতে চায়। এর মধ্যে অ্যাপেলের বেশ কিছু ঠিকা উৎপাদক সংস্থাও আছে। ফলে আগামী পাঁচ বছরে দেশীয় বাজার থেকে ১১ লক্ষ কোটি টাকার মোবাইল ফোন তৈরি হবে। এর মধ্যে সাত লক্ষ কোটি টাকার ফোন রপ্তানি করা হবে। তবে সবচেয়ে বড় বিষয় হল ভারতে প্রতি বছর কর্ম সংস্থান হবে।” মন্ত্রীর আরও দাবি, মোবাইল ফোন সেক্টরে প্রতি বছর প্রায় ১২ লক্ষ চাকরি তৈরি হবে।

The post ভারতের মোবাইল ফোনের বাজারে বিপুল বিনিয়োগ, তালিকায় রয়েছে Apple-ও, দাবি মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement