shono
Advertisement

এবার Instagram-এ ছবি পোস্টের সময় জোড়া যাবে মিউজিকও, জানেন কীভাবে?

নতুন এই ফিচার ব্যবহারকারীদের মন কাড়বে বলে আশাবাদী সংস্থা।
Posted: 03:17 PM Nov 19, 2021Updated: 03:29 PM Nov 19, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি, দিনভর মোবাইলেই মগ্ন অধিকাংশ। শুধু ফেসবুক নয়, বর্তমানে ইনস্টাগ্রামেও দিনের অনেকটা সময় কাটান কম-বেশি সকলেই। স্টোরির মাধ্যমে সকলের সঙ্গে শেয়ার করে নেন নিজেদের প্রিয় মুহূর্ত। তৈরি করেন রিল ভিডিও। সেই ব্যবহারকারীদের জন্য এবার নতুন ফিচার আনছে মেটার আওতাধীন ইনস্টাগ্রাম (Instagram)।

Advertisement

ইনস্টাগ্রাম রিল ভীষণভাবে পছন্দ করেছে ব্যবহারকারীরা। তাবড় তাবড় তারকারাও নিয়মিত রিল ভিডিও করেন। তা চুটিয়ে উপভোগ করেন সকলে। কিন্তু ভিডিও অর্থাৎ ছবি অথবা ভিডিওর সঙ্গে পছন্দের গান জুড়ে তা ইনস্টাগ্রাম ওয়ালে পোস্ট করা যায় না। ব্যবহারকারীদের জন্য এবার সেই ফিচারই আনছে ইনস্টাগ্রাম। সংস্থার তরফে জানানো হয়েছে, এবার ছবি অথবা ভিডিওতেও পছন্দ মতো মিউজিক জুড়তে পারবেন ব্যবহারকারীরা।

[আরও পড়ুন: অনলাইন শপিং করেন? প্রতারণার ফাঁদে পা দেবেন না! মাথায় রাখুন এই ৫ বিষয়]

নিশ্চয়ই ভাবছেন কীভাবে? ছবি অথবা ভিডিওর সঙ্গে গান জুড়তে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

  • প্রথমে পছন্দের ছবি অথবা ভিডিও বেছে নিতে হবে।
  • ছবিটি পোস্ট করার সময় অপশন পাবেন, ‘Add Music’।
  • সেখানে সার্চ অপশন গিয়ে বেছে নিতে পারেন পছন্দের মিউজিক। কোন গান ট্রেন্ডিং তা দেখে বেছে নিতে পারবেন পছন্দেরটি। এছাড়া পাবেন ‘For You’ বলে একটি অপশন।
  • এরপর সেই মিউজিকটি জুড়তে পারবেন ছবি অথবা ভিডিওতে।
  • প্রয়োজনে এডিট করতে পারবেন মিউজিকটি। অর্থাৎ কেটে ছোট করে দিতে পারবেন।

 

নতুন এই ফিচার ব্যবহারকারীদের মন কাড়বে বলেই আশাবাদী সংস্থা। উল্লেখ্য, কিছুদিন আগে নতুন সেলফি ভিডিও ফিচার এনেছে ইনস্টাগ্রাম।

[আরও পড়ুন: ক্ষতিকর এই ৭টি অ্যাপ সরিয়ে দিল গুগল প্লে-স্টোর, আপনার ফোনে নেই তো?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement