shono
Advertisement

গ্যাস সিলিন্ডার কেনার খরচ কমাতে চান? বুকিংয়ের সময় ব্যবহার করুন এই অ্যাপ

চটপট ডাউনলোড করুন অ্যাপটি।
Posted: 07:27 PM Jan 20, 2022Updated: 07:27 PM Jan 20, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্বালানির জ্বালায় জর্জরিত জনতা। রান্নার গ্যাস কিনতে নাভিশ্বাস ছুটছে আমজনতার। এদিকে না কিনলেও নয়। কিন্তু জানেন বিশেষ পদ্ধতিতে গ্যাস বুকিং করলে পেয়ে যেতে পারেন পঞ্চাশ টাকা পর্যন্ত ছাড়। নিশ্চয় ভাবছেন কীভাবে?

Advertisement

খুব সহজেই গ্যাস বুকিংয়ে পেয়ে যাবেন ছাড়। কিন্তু সেক্ষেত্রে আপনার ফোনে থাকতে হবে একটি অ্যাপ। যার নাম পকেট অ্যাপ (Pocket App)। ওই অ্যাপের মাধ্যমে যদি আপনি গ্যাস বুক করেন, তবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। যা সরাসরি যোগ হবে পকেট অ্যাপের ওয়ালেটে।

[আরও পড়ুন: ই-ওয়ালেটে ফাঁদ পাতছে সাইবার ও ব্যাংক জালিয়াতরা, সোশ্যাল মিডিয়ায় সতর্ক করল লালবাজার]

আসুন দেখে নেওয়া যাক বুকিংয়ের পদ্ধতি।

১. প্রথমে আপনার ফোনে ডাউনলোড করুন পকেট অ্যাপ।

২. অ্যাপটি ওপেন করলেই পাবেন রিচার্জ ও বিল পেমেন্টের অপশন।

৩. বেছে নিন Choose Billers, তারপর মোর।

৪. এরপরই দেখতে পাবেন LPG অপশন। সেখান থেকে বেছে নিতে হবে LPG অপশন প্রদানকারীকে। এরপর দিতে হবে মোবাইল নম্বর। দিতে হবে বুকিংয়ের টাকা।

৫. বুকিং শেষে গ্রাহকরা পেয়ে যাবেন ১০ শতাংশ ক্যাশব্যাক। পুরস্কারে পাওয়া অর্থ জমা হবে ওয়ালেটে।

তাহলে আর দেরি কেন, এখন থেকে গ্যাসের খরচ খানিকটা কমাতে চাইলে ব্যবহার করুন পকেট অ্যাপ।

[আরও পড়ুন: লিংকে ক্লিক করলেই মোবাইল-স্ক্রিনে আলোর বন্যা, উধাও টাকা! কলকাতায় সক্রিয় নয়া চক্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement