shono
Advertisement

হিমালয়ের কোলে কমলালেবুর বাগানে

এই গ্রাম পরিবেশের স্নেহস্পর্শে হয়ে উঠেছে আরও মনোরম এবং রঙিন৷ The post হিমালয়ের কোলে কমলালেবুর বাগানে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:58 AM Oct 06, 2016Updated: 09:28 PM Oct 05, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুম ভাঙলেই দেখা মিলবে নরম পেঁজা তুলোর মতো মেঘের৷ চারপাশে কমলালেবুর বাগান আর খানিক দূরেই বয়ে চলেছে তিস্তা নদী৷ হিমালয়ের কোলে অবস্থিত এই গ্রাম যেন পরিবেশের স্নেহস্পর্শে হয়ে উঠেছে আরও মনোরম এবং রঙিন৷ কালিম্পংয়ের দারা ইকো ভিলেজ শহরের কোলাহল থেকে দূরে কয়েকটা দিন পরিবেশের সান্নিধ্যে কাটিয়ে আসার আদর্শ জায়গা৷

Advertisement

উত্তরবঙ্গের এই গ্রাম একদিকে যেমন শান্তির আদর্শ ঠিকানা, অন্যদিকে তেমনই এই গ্রামের কাছাকাছিই রয়েছে কালিম্পংয়ের দুর্দান্ত সব ট্যুরিস্ট স্পট৷ তাই প্রকৃতির মাঝে বেশকিছুটা অবসর কাটানোর পাশাপাশি ঘুরে বেড়িয়েও মন ভাল রাখতে পারেন পর্যটকরা৷ তিনচুলে, ডেলো পার্ক, রঙ্গিত নদী এবং ছোটা মাংওয়া ঘুরে বেশ কয়েকদিন কাটিয়ে দিতে পারেন আনন্দেই৷

শিলিগুড়ি বাস স্টপ থেকে মাত্র আট কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গ্রাম শীতকালে ঘুরতে যাওয়ার জন্য আদর্শ৷ তবে আর কী? শীতের ছুটি কাটাতে এবার এই ইকো ভিলেজ যাচ্ছেন তো?

The post হিমালয়ের কোলে কমলালেবুর বাগানে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement