shono
Advertisement

নির্জনতাই তুরুকের তুরুপের তাস

পাহাড়ের কোলে এক টুকরো শান্তির আবাস। The post নির্জনতাই তুরুকের তুরুপের তাস appeared first on Sangbad Pratidin.
Posted: 02:31 AM Oct 16, 2016Updated: 09:01 PM Oct 15, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যস্ত শহরের রোজনামচায় হাঁপিয়ে উঠেছেন? একটু শান্তির আশ্রয় চাই? তাহলে উত্তরমুখী হোন। সেখানেই পাহাড়ের কোলে আপনার অপেক্ষায় রয়েছে ছোট্ট সুন্দর তুরুক। নির্জনতাই যার তুরুপের তাস।

Advertisement

কী দেখবেন –

  • পাহাড়ের কোলে শান্তির এই ঐতিহ্যবাহী ঠিকানা ৯ একর এলাকাজুড়ে অবস্থিত। প্রাইভেট এই এস্টেট প্রায় পুরোটাই সবুজে মোড়া।
  • ফ্লোরা আর ফনার রাজত্বে আপনার মন কেড়ে নেবে এস্টেটের মানুষদের সরল ব্যবহার।
  • এখানকার আরও একটি বড় আকর্ষণ ৪০০০ হাজার ফুট উঁচু তরাই ভিড়ের খাড়া পর্বতগাত্র। যেখান থেকে রঙ্গিত ও তিস্তার প্যানারোমিক ভিউ পাওয়া যায়।
  • পাহাড়ের কোলে ছোট্ট এই ছিমছাম এস্টেটের সূর্যাস্ত দেয় অনাবিল আনন্দ।

কীভাবে যাবেন –

বছরের যেকোনও সময় শান্তির খোঁজে ঢুঁ মারতে পারেন তুরুকে। শিলিগুড়ি থেকে গাড়িতে করে মাল্লি বাজার হয়ে ঘণ্টা খানেকেই পৌঁছান যায় পাহাড়ের এই ছোট্ট এস্টেটে।

কোথায় থাকবেন –

মাত্র ৯ একরের প্রাইভেট এস্টেট তুরুক। এখানে থাকার একমাত্র উপায় হোম স্টে। স্থানীয়রা খুব সহজেই আপন করে নেন পর্যটকদের।

The post নির্জনতাই তুরুকের তুরুপের তাস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement