shono
Advertisement

এই স্থানের সৌন্দর্য দেখে নাকি সৃষ্টিকর্মও ভুলে গিয়েছিলেন স্বয়ং ব্রহ্মা

এখানেই রয়েছে ‘পাপনাশম বিচ’৷ লোকে বলে, যাতে স্নান করলে রোগমুক্ত হয় দেহ৷ The post এই স্থানের সৌন্দর্য দেখে নাকি সৃষ্টিকর্মও ভুলে গিয়েছিলেন স্বয়ং ব্রহ্মা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:44 AM Nov 16, 2016Updated: 09:16 PM Nov 15, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই স্থানে মুগ্ধ হয়ে গিয়েছিলেন স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মাও৷ যজ্ঞে নাকি এমন মগ্ন হয়ে গিয়েছিলেন৷ সৃষ্টিকর্মও ভুলে গিয়েছিলেন৷ শেষে ত্রাতা হিসেবে অবতীর্ণ হয়েছিলেন ভগবান বিষ্ণু৷ তাঁর বিশ্বরূপ দর্শন করেই যজ্ঞ থামিয়েছিলেন ব্রহ্মা৷ এমনই অনেক জনশ্রুতি ছড়িয়ে রয়েছে ভারকালায়৷ বিশালাকার সমুদ্রের থেকেও গভীর কেরলের এই লালপাহাড়ের দেশের ঐতিহ্য৷

Advertisement

কী দেখবেন –

  • শান্ত, নির্জন এই সৈকতে ঢেউয়ের আস্ফালনে নিজের অস্তিত্বের জানান দেয় গাঢ় নীল সমুদ্র৷
  • লাল পাহাড়ের গায়ে অবস্থিত ২০০০ সাল পুরনো জনার্দনস্বামী মন্দির৷
  • রয়েছে বিখ্যাত শিবগিরি মুত্ত আশ্রম৷ প্রতিবছর যেখানে হাজার হাজার ভক্ত ভিড় জমান৷
  • তবে ভারকালার সবচেয়ে বড় আকর্ষণ ‘পাপনাশম বিচ’৷ যাকে ভারকালা সৈকতও বলা হয়ে থাকে৷ বলা হয়, এখানকার প্রাকৃতিক প্রস্রবনের জলে ভেষজ গুণ রয়েছে৷ যাতে স্নান করলে দেহের রোগ নিরাময় হয়৷ 

কীভাবে যাবেন –

তিরুবনন্তপুরম শহর থেকে ৫১ কিলোমিটার দূরে অবস্থিত ভারকালা৷ কোল্লাম থেকে এই স্থানের দূরত্ব ৩৭ কিলোমিটার৷ সবচেয়ে কাছের রেলস্টেশন ভারকালা৷ ত্রিবান্দ্রম বিমানবন্দর থেকে গাড়ি ভাড়া করেও পৌঁছে যাওয়া যায় ভারকালায়৷ 

কোথায় থাকবেন –

পর্যটক ও অনুরাগীদের ভিড় লেগেই থাকে ভারকালায়৷ তাই ছোট, বড়, মাঝারি সব ধরনের হোটেলই রয়েছে এখানে৷

The post এই স্থানের সৌন্দর্য দেখে নাকি সৃষ্টিকর্মও ভুলে গিয়েছিলেন স্বয়ং ব্রহ্মা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement