shono
Advertisement

ভয়ংকর হলেও দেশের এই পাঁচটি স্থান অত্যন্ত সুন্দর, ভারচুয়াল সফরে জেনে নিন খুঁটিনাটি

রহস্য-রোমাঞ্চের প্রতি বাঙালির আকর্ষণ চিরন্তন। তাই এই সব স্থান আপনার ভাল লাগবেই। The post ভয়ংকর হলেও দেশের এই পাঁচটি স্থান অত্যন্ত সুন্দর, ভারচুয়াল সফরে জেনে নিন খুঁটিনাটি appeared first on Sangbad Pratidin.
Posted: 10:10 PM Sep 21, 2020Updated: 10:10 PM Sep 21, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়েন্দা গল্প নিশ্চয়ই কখনও না কখনও পড়েছেন। বাঙালি হিসেবে এটুকু ভরসা রয়েছে। রহস্য-রোমাঞ্চের প্রতি প্রেম আমাদের মজ্জাগত। শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার পর যখন সৌন্দর্যের আলোর সন্ধান মেলে। তার থেকে আনন্দের আর কিছুই হতে পারে না।

Advertisement

দণ্ডকারণ্য (Dandakaranya – The Jungle of Punishment)

মধ্যপ্রদেশ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্র- চারটি রাজ্যের সীমানায় এই অরণ্য বিস্তৃত। পূর্বঘাট পর্বতমালার একটি বিরাট অংশ এই অঞ্চলের অন্তর্ভুক্ত। তাই স্থানটি পর্বতময় ও দুর্গম। রামায়ণের (Ramayana) অরণ্য কাণ্ডে এর উল্লেখ রয়েছে।

রূপকুণ্ড (Roopkund – Skeleton Lake)

রহস্যের খনি উত্তরাখণ্ডের রূপকুণ্ড। হিমালয়ের কোলে পাঁচ হাজার মিটার উচ্চতায় থাকা হৃদটি ‘কঙ্কাল-হ্রদ’ বা ‘রহস্য-হ্রদ’ নামেও পরিচিত। বহুদিন ধরেই এখানে কঙ্কাল, হাড় পাওয়া যায়। এনিয়ে গবেষণা চলছে। দাবি করা হয়, কয়েকটি হাড় নাকি প্রায় আড়াইশো বছরের পুরনো।

[আরও পড়ুন: নিচ থেকে উপরের দিকে বহমান জলপ্রপাত থেকে চৌম্বক পর্বত, দেশের এই আশ্চর্য স্থানগুলি চেনেন?]

কালাভান্তিন দুর্গ (Kalavantin Durg – Beautiful Abandoned Fort)

মুম্বইয়ের কাছে ২,২৫০ ফুট উঁচুতে অবস্থিত কালাভান্তিন দুর্গ। দেশের দুর্গমতম দুর্গের তালিকায় একে রাখাই যায়। পাথর কেটে বানানো হয়েছে সিঁড়ি। উপরে উঠলে দুর্গ থেকে গোটা মুম্বই শহর দেখা যায়। ১৬৫৭ সালে এই দুর্গ জয় করেন শিবাজী।

ধনুশকোড়ি (Dhanushkodi – The Lost Land)

তামিলনাড়ুর সমুদ্রের ধারে অবস্থিত ধনুশকোড়ি প্রায় অর্ধেক শতক ধরে জনশূন্য। ১৯৬৪ সালের ভয়াবহ সাইক্লোনের সময় সকলে এই এলাকা ছেড়ে পালিয়ে যান। রয়ে যান হাতে গোনা কয়েকজন। অনেকে একে ভূতুড়ে এলাকাও বলে থাকেন।

ব্যারেন দ্বীপ (Barren Island – Only Active Volcano)

ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি এই দ্বীপেই রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বেড়াতে যাওয়া পর্যটকদের অন্যতম আকর্ষণ এটি। দ্বীপের চারপাশের জল স্কুবা ডাইভিংয়ের জন্য আদর্শ। দেখার মতো এখানকার ব্যাসাল্ট ফরমেশন।

[আরও পড়ুন: পাহাড়ে ঘেরা এই রেলপথগুলির ভারচুয়াল সফর ছুঁয়ে যাবে ভ্রমণপিপাসু মনকে]

The post ভয়ংকর হলেও দেশের এই পাঁচটি স্থান অত্যন্ত সুন্দর, ভারচুয়াল সফরে জেনে নিন খুঁটিনাটি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement