shono
Advertisement

তাজ দর্শন এবার আরও দুর্মূল্য, দেশি-বিদেশি পর্যটকদের জন্য বাড়ছে টিকিটের দাম

জেনে নিন কত খরচ বাড়ছে?
Posted: 11:52 AM Mar 16, 2021Updated: 11:52 AM Mar 16, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাজ দর্শনের জন্য এবার আরও বেশি টাকা গুনতে হবে পর্যটকদের। ফের প্রবেশ মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিল আগ্রা প্রশাসন। এবার শুধু বিদেশি নয়, দেশের পর্যটকদেরও বেশি দাম দিয়ে টিকিট কেটে তাজহমলে ঢুকতে হবে।

Advertisement

বর্তমানে ৫০ টাকার টিকিটের বিনিময়ে তাজ (Taj Mahal) দর্শনের সুযোগ পান দেশি পর্যটকরা। তবে এবার টিকিটের দাম বেড়ে হতে চলেছে ৮০ টাকা। অন্যদিকে, বিদেশি পর্যটকদের জন্য ১,১০০ টাকার পরিবর্তে টিকিট মূল্য ধার্য হচ্ছে ১২০০ টাকা। এর পাশাপাশি যাঁরা তাজমহলের মূল ফটকে ঢুকতে চান, তাঁদের অতিরিক্ত ২০০ টাকা দিতে হবে বলে জানাচ্ছে আগ্রা প্রশাসন। আগ্রার ডিভিশনাল কমিশনার অমিত গুপ্তা জানান, “তাজমহলের মূল ফটকে প্রবেশের ক্ষেত্রে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) এমনিতেই ২০০ টাকা নেয়। তবে এবার থেকে আরও অতিরিক্ত ২০০ টাকা দিতে হবে পর্যটকদের।”

[আরও পড়ুন: এবার এক ক্লিকেই রেশন সংক্রান্ত সব মুশকিল আসান, ডাউনলোড করুন ‘মেরা রেশন’ অ্যাপ]

অর্থাৎ সবমিলিয়ে বিশ্বের সপ্তম আশ্চর্যের সৌন্দর্য দেখতে হলে এ দেশের পর্যটকদের মোট খরচ হবে ৪৮০ টাকা। আর বিদেশি পর্যটকদের ব্যয় করতে হবে মোট ১৬০০ টাকা। দেশে করোনা সংক্রমণের আগেও তাজমহল দর্শনের টিকিটের দাম বেড়েছিল। তারপর দীর্ঘদিন করোনার জেরে বন্ধ ছিল ঐতিহাসিক এই সৌধ। নিউ নর্মালে ফের আগ্রায় ভিড় জমাচ্ছেন ভ্রমণপিপাসুরা। তবে এরই মধ্যে সম্প্রতি শিরোনামে উঠে এসেছিল তাজমহলের বোমাতঙ্কের খবর। যদিও পরে জানা যায় ভুয়ো আতঙ্ক ছড়ানো হয়েছিল।

এই খবরে সাময়িক চাঞ্চল্য ছড়ালেও নিউ নর্মালে পর্যটকদের ভিড় কমেনি। প্রবেশ মূল্য বাড়লে কি তাজপ্রেমীরা মুখ ঘোরাবেন? সৌরভ মিশ্র বলে এক পর্যটক বলছেন, “ভারতীয়দের জন্য টিকিটের দাম বাড়ানোটা সত্যিই খারাপ খবর। যেখানে ৫০ টাকা খরচেই মূল ফটকে ঢোকা যেত, সেখানে অনেকটাই খরচ বাড়ছে।”

[আরও পড়ুন: পর্যটনশিল্পে জোয়ার আনতে উদ্যোগী কেন্দ্র, টুরিস্ট গাড়িতে ন্যাশনাল পারমিটের ভাবনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement