সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রে ক্ষমতায় আসার পরই পরিচ্ছন্ন দেশ গড়তে স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছে মোদি সরকার। আর এবার খোদ রাজধানী দিল্লিতেই প্রকাশ্যে মূত্রত্যাগের প্রতিবাদ করে বেঘোরে প্রাণ দিতে হল ই-রিকশা স্ট্যান্ডের এক পার্কিং কর্মীকে। ঘটনায় টুইটারে দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু।
[কেন্দ্রের নিষেধাজ্ঞার প্রতিবাদে প্রকাশ্যে গরু জবাই কংগ্রেস কর্মীদের]
উত্তর-পশ্চিম দিল্লির একটি ই-রিকশা স্ট্যান্ডে পার্কিং কর্মী হিসেবে কাজ করতেন রবিন্দর সিং। জানা যাচ্ছে, ররিবার সন্ধ্যায় ওই ই-রিকশা স্ট্যান্ড লাগোয়া রাস্তার ধারে প্রকাশ্যে মূত্রত্যাগ করছিলেন দুই ব্যক্তি। প্রতিবাদ করেন রবিন্দর। তাতেই অগ্নিশর্মা হয়ে ওঠেন ওই দুই জন ব্যক্তি। রবিন্দরকে দেখে নেওয়ার হুমকি দেয় তারা। রবিন্দরের ভাই বিজেন্দর সিং জানিয়েছেন, প্রথমে রবিন্দরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায় ওই দুই ব্যক্তি। কিন্তু, রাতে সাঙ্গোপাঙ্গোদের নিয়ে ফের ওই ই-রিকশা স্ট্যান্ডে আসে ওই দুই ব্যক্তি এবং রবিন্দরকে বেধড়ক মারধর করে। তবে গুরুতর কোনও আঘাত না পাওয়ায় চিকিতসকে কাছে যাননি রবিন্দর। বাড়ি ফিরে পরিবারের লোকজনকে ঘটনাটি জানান তিনি। রাতে বাড়িতে অজ্ঞান হয়ে যান রবিন্দর। পরিবারের লোকেরা তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্ত চিকিৎসকরা রবিন্দরকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের অনুমান, বাইরে থেকে বোঝা না গেলেও, মারধরের জেরে শরীরে ভিতরে কোথাও হয়ত চোট পেয়েছিলেন রবিন্দর। তার জেরেই বাড়িতে অজ্ঞান হয়ে যান। পরে হাসপাতালে নিয়ে আসার পথে রাস্তাতেই মারা যান তিনি।
[খোঁজ মিলল ভেঙে পড়া সুখোইয়ের ব্ল্যাক বক্সের]
এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করেছে দিল্লি পুলিশ। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। এদিকে এই ঘটনার দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু। টুইটারে তিনি লিখেছেন, এটা খুবই দুঃখজনক যে, দিল্লিতে প্রকাশ্যে মূত্রত্যাগের প্রতিবাদ করায় এক রিকশাচালককে পিটিয়ে মারা হল। ওই ব্যক্তি স্বচ্ছ ভারতের প্রচার করছিলেন।
এমনিতে ভারতে প্রকাশ্যে মূত্রত্যাগ করাটা বেআইনি নয়। তবে ক্ষমতায় আসার পর, ঘরে ঘরে শৌচাগার তৈরির ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। গত দু বছর ধরে সরকারি প্রকল্পে চলছে শৌচাগার তৈরির কাজ, চলছে সচেতনতা অভিযানও। সরকারি পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত সারা দেশে ২ লাখ ৯ হাজার শৌচাগার তৈরি হয়েছে।
[সুকমা শহিদদের পাশে দাঁড়ানোয় মাওবাদীদের রোষে সাইনা, অক্ষয়]
The post দিল্লিতে গণপিটুনিতে পার্কিং কর্মীর মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ বেঙ্কাইয়ার appeared first on Sangbad Pratidin.