সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুদ্বারে ঢুকে শিখ ধর্মগ্রন্থের পাতা ছেঁড়ার অভিযোগ। আর সেই 'অপরাধে' এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারার ঘটনা ঘটল পাঞ্জাবের ফিরোজপুরে। শনিবারের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বকশিস সিং। বান্ডালা গ্রামের বাবা বীর সিং গুরুদ্বারে গিয়েছিলেন তিনি। ডেপুটি পুলিশ সুপার সুখবিন্দর সিং জানান, সেখানেই শিখ ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থসাহিবের পাতা ছেড়েন বকশিস। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়। স্থানীয় সূত্রে খবর, কুকীর্তি করার পর চম্পট দেওয়ার চেষ্টা করেন বকশিস। ততক্ষণে সেই খবর এলাকায় ছড়িয়ে পড়ে। তখনই তাঁকে ঘিরে ফেলে বেধড়ক মারধর করেন এলাকার বাসিন্দারা। হাত বেঁধে ফেলে রাখা হয়েছিল বলেও অভিযোগ। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনা প্রসঙ্গে মৃতের বাবাব লখবিন্দর সিং জানিয়েছেন, গত ২ বছর ধরে মানসিক ভারসাম্য হারিয়েছেন বকশিস। তাঁর চিকিৎসা চলছিল। এর আগে কোনওদিন তিনি গুরুদ্বারে যাননি। ঘটনা প্রসঙ্গে অকাল তখতের জাঠেদার গিয়ানি রাঘবীর সিং জানান, "গুরুদ্বারে ঢুকে এই ধরনের ঘৃন্য কাজ আটকাতে পারেনি আইন। তাই মানুষ নিজের হাতে আইন তুলে নিয়েছে।" এলাকার কোনও গুরুদ্বারে বকশিসের শেষকৃত্য করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইসঙ্গে তাঁর পরিবারকে সামাজিক বয়কট করা হয়েছে বলেও খবর।