সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেআইনিভাবে বাড়িতে চলছিল জবাই৷ সংগ্রহ করা হচ্ছিল মহিষের মাংস৷ এই অভিযোগে কালী বাঘেল নামে এক ব্যক্তিকে বেদম প্রহার করলেন স্থানীয় বাসিন্দারা৷ পুলিশের সামনেই চলল এই ব্যাপক মারধর৷ কোনওমতে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে গ্রেপ্তার করে পুলিশ৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের আলিগড়ের অচল তল এলাকায়৷ দেখুন সেই ভিডিও৷
[জৈব-রাসায়নিক হামলা ঠেকাতে সেনার জন্য আসছে অত্যাধুনিক পোশাক]
বেআইনি ভাবে জবাই করা অভিযোগে আরও পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাচ্চারা সবার প্রথম বিষয়টি আঁচ করতে পারে৷ খেলতে গিয়ে তারা দেখতে পায় বাড়ির পাশের নালা দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছে৷ বাড়ি গিয়ে বিষয়টি তারা পরিবারকে জানায়৷ এরপরই পুলিশে খবর দেওয়া হয়৷ তবে পুলিশ আসার আগে থেকেই কালীর বাড়িতে হামলা চালায় স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের অভিযোগ, রীতিমতো কসাই আনিয়ে বেআইনিভাবে মহিষ জবাই করা হচ্ছিল ওই বাড়িতে৷ অভিযুক্ত গৃহকর্তাকে পুলিশের সামনেই মারতে থাকে তাঁরা৷ কোনওক্রমে পুলিশ তাকে উদ্ধার করে গ্রেপ্তার করে৷
[সনিকা-কাণ্ডের জেরেই কি পিছোল বিক্রমের সিনেমার মুক্তি?]
ক্ষমতায় এসেই বেআইনি কসাইখানাগুলির উপর লাগাম টেনেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ এ নিয়েই তোলাপাড় হয়েছে রাজ্য-রাজনীতি৷ প্রতিবাদে সরব হয়েছিলেন অনেকেই৷ পক্ষে-বিপক্ষে রায় দিতে গিয়ে জায়গায় জায়গায় শুরু হয়েছিল বিক্ষোভ৷ কিন্তু সময়ের সঙ্গে কিছুটা হলেও থিতু হয়েছিল সেই বিক্ষোভ৷ মুখ্যমন্ত্রী নিজে সাধারণ মানুষকে আইন হাতে তুলে নিতে মানা করেছিলেন৷ কিন্তু এই ঘটনা ফের সেই আগুনে যেন ঘৃতাহুতি দিল, এমনটাই মনে করছেন অনেকে৷
[জঙ্গিদের দলে নয়, পুলিশেই যোগ দিতে উৎসাহী কাশ্মীরের যুব সম্প্রদায়]
The post বাড়িতে মহিষ জবাইয়ের অভিযোগে গৃহকর্তাকে বেদম প্রহার এলাকাবাসীর appeared first on Sangbad Pratidin.