shono
Advertisement

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজরায়েলে পা রাখবেন মোদি

ভারত ও ইজরায়েল দু’দেশের কাছেই সীমান্ত সন্ত্রাস একটা বড় চ্যালেঞ্জ। The post প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজরায়েলে পা রাখবেন মোদি appeared first on Sangbad Pratidin.
Posted: 02:14 PM Jul 04, 2017Updated: 08:44 AM Jul 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোপন প্রেম এবার কি প্রকাশ্যে? নয়াদিল্লির রাজনৈতিক মহলের আনাচে কানাচে অন্তত তেমনই গুঞ্জন ভাসছে। নরেন্দ্র মোদিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি ইজরায়েল সফরে যাচ্ছেন। এমন এক দেশে এবার মোদির সফর, যার সঙ্গে বহুদিনের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক ভারতের। যদিও প্রকাশ্যে তা আসেনি কখনও। কারগিল যুদ্ধ বা সংসদ হামলার সময় ইজরায়েলের সাহায্য দু’দেশকে আরও কাছে নিয়ে এসেছিল। কূটনৈতিক সূত্রের খবর, গত ১৮ বছর ধরেই ভারতীয় নিরাপত্তা এবং গোয়েন্দা ব্যবস্থার পরিকাঠামো ইজরায়েলের ওপর নির্ভরশীল। মুম্বই হামলার পর ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকেই সাহায্য নিয়েছিল ভারত।

Advertisement

তাঁর এই সফরে সন্ত্রাসবাদই আলোচনার মূল বিষয় হতে চলেছে। যেদেশ সন্ত্রাসবাদে ইন্ধন দেয়, তাদের বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়ানো হবে বলে জানান প্রধানমন্ত্রী। এই ইস্যুতে পাকিস্তানকেও এক হাত নিয়েছেন তিনি। ভারত ও ইজরায়েল দু’দেশের কাছেই সীমান্ত সন্ত্রাস একটা বড় চ্যালেঞ্জ। সীমান্ত সন্ত্রাস রুখতে দু’দেশ যে একসঙ্গে কাজ করবে তাও জানিয়েছেন নরেন্দ্র মোদি।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর ইজরায়েল সফরে সাইবার প্রযুক্তি, প্রতিরক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা, এই তিনটি ক্ষেত্রেই আলোচনা চলবে। মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যোগাযোগের প্রযুক্তি সরবরাহ করবে ইজরায়েলি সংস্থা। গোয়েন্দা প্রশিক্ষণের ক্ষেত্রেও নতুন ভাবনাচিন্তা করা হবে বলেও এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

রাজনৈতিক কূটকচালির বাইরেও অবশ্য কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদির। মুম্বই সন্ত্রাসের সময় নরিম্যান হাউসে আশ্রয় নেওয়া এক ইজরায়েলি দম্পতির মৃত্যু হয়। তবে বেঁচে যায় তাদের একমাত্র সন্তান মোসে। দশ বছর বয়সি সেই মোসের সঙ্গেও দেখা করবেন মোদি। ভারতের প্রধানমন্ত্রীর এই সফরে ইজরায়েলের সঙ্গে সম্পর্কের অনেকগুলি দিক খুলে যাবে বলে আশাবাদী ওয়াকিবহাল মহল।

The post প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজরায়েলে পা রাখবেন মোদি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement