সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগানের আকাশ থেকে সরে গেল অনিশ্চয়তার মেঘ৷ নির্ধারিত দিনেই চার্চিল ব্রাদার্সের মুখোমুখি হতে চলেছেন সঞ্জয় সেনের ছেলেরা৷ তবে রবীন্দ্র সরোবর নয়. আই লিগে বাগানের প্রথম ম্যাচটি চলে গেল বারাসত স্টেডিয়ামে৷
শুক্রবার সকালে পরিবেশ আদালত নির্দেশ দেয়, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে রাতে ম্যাচ করা হলে পরিবেশের উপর প্রভাব পড়তে পারে৷ রবীন্দ্র সরোবর এলাকায় যে সমস্ত পাখিরা রয়েছে, আলোতে তাদের উপর প্রভাব পড়তে পারে৷ সেই কারণেই স্থগিতাদেশ৷ ফলে ম্যাচ ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা৷ তবে বিকেলেই সেই সমস্যা মিটে যায়৷ ক্লাবের তরফ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়, রবিবার সন্ধে সাতটায় বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে দুই দল লড়াইয়ে নামবে৷
উল্লেখ্য, এর আগে একই কারণ দেখিয়ে আইএসএল-এর ম্যাচে স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল পরিবেশ আদালত৷ রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা নিয়ে তিনটি অনুমতির প্রয়োজন ছিল মোহনবাগানের৷ এক, এটিকের অনুমতি৷ দুই, সরকারের অনুমতি এবং তিন, পরিবেশ আদালতের অনুমতি৷ মোহনবাগানের কর্তারা এই তিনটি বিষয়ের উপর নজর দিয়েই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছিলেন৷ তবে পরবর্তী ম্যাচগুলি রবীন্দ্র সরোবরে হবে কি না, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়৷
The post মোহনবাগানের প্রথম ম্যাচ সরে বারাসতে appeared first on Sangbad Pratidin.