সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীর সঙ্গে তার দূরত্ব ১৯.৯ বিলিয়ন কিলোমিটার। অর্থাৎ ১ হাজার ৯৯০ কোটি কিমি। ১৯৭৭ সালে নীল গ্রহ ত্যাগ করে সুদূরে পাড়ি দেওয়া সেই মহাকাশযান ভয়েজার ২’র (Voyager 2) সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু কয়েক দিন ব্ল্যাক আউটের পর ফের তার সংকেত পেল NASA।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, তারা ভয়েজার ২’র থেকে ‘হার্টবিট’ সিগন্যাল পেয়েছে। মিশন কন্ট্রোলের ভুলে গত কয়েকদিন ধরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তার সঙ্গে। এবার নাসা জানাল, ভয়েজার একদম ঠিকঠাক রয়েছে। তবে তার সঙ্গে যোগাযোগ পুরোপুরি গড়ে তোলা গিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।\
[আরও পড়ুন: বিয়ের পর সম্পর্ক রাখছেন না প্রেমিকা! ব্রেক আপ করতেই খুন ‘প্রেমিকে’র!]
ঠিক কী কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল? জানা যাচ্ছে, পৃথিবীতে স্থাপিত যে অ্যান্টেনার মাধ্যমে ভয়েজার ২’র সংকেত গ্রহণ করা হয়, সেটিতে ২ শতাংশ পরিবর্তন হয়ে গিয়েছিল। আর তারপরই ব্ল্যাক আউট হয়ে যায়।
উল্লেখ্য, ৪৫ বছর আগে পৃথিবী ছেড়েছিল ভয়েজারন ১ ও ভয়েজার ২। প্রাথমিক ভাবে মাত্র পাঁচ বছরের জন্যই তাদের মিশনে পাঠানো হয়েছিল। পরে তা বাড়িয়ে ১২ বছরের করা হয়। কিন্তু এখনও কর্মক্ষম দুই মহাকাশযানই। যদিও ভয়েজার ১ রয়েছে আরও দূরে।