সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঁচা হলুদ, লেবুতে ক্যানসার নিরাময়! সম্প্রতি এমনই ঘরোয়া টোটকা ব্যবহার করে স্ত্রীর মারণ রোগ সেরে গিয়েছে বলে দাবি করেছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা রাজনৈতিক নেতা নভজ্যোৎ সিং সিধু। প্রাক্তন তারকা ক্রিকেটারের এহেন দাবির প্রেক্ষিতে এবার বিপদ বাড়ল সিধু দম্পতির। তাঁদের ৮৫০ কোটি টাকার নোটিস পাঠাল ছত্তিশগড় সিভিল সোসাইটি নামে এক চিকিৎসক সংগঠন।
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন সিধুর স্ত্রী নভজ্যোৎ কৌর সিধু। বর্তমানে তিনি ক্যানসারের চতুর্থ স্টেজে রয়েছে। অসুস্থ স্ত্রীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সম্প্রতি প্রকাশ্য সভায় মুখ খুলেছিলেন সিধু। তিনি দাবি করেন, এলোপ্যাথি নয়, তাঁর স্ত্রীর চিকিৎসা চলছে সম্পূর্ণ ঘরোয়া আয়ুর্বেদ পদ্ধতিতে। যেখানে ব্যবহার করা হচ্ছে, কাঁচা হলুদ, তুলসি, লেবুর জল, আপেলের ভিনিগার ও নিমপাতার মতো জিনিসে। এছাড়া কুমড়ো, বেদানা, আখরোট, আমলকীর ও বিটের জুস দেওয়া হয় তাঁকে। খাবার তৈরিতে ব্যবহার করা হয় নারকেল ও বাদাম তেল। এছাড়া চায়ে ব্যবহার করা হয় লবঙ্গ, গুড় ও দারুচিনি। এই সবের পাশাপাশি জীবনযাপনে আমূল পরিবর্তনের মাধ্যমে ক্যানসারের মতো মারণ রোগকে জয় করেছেন তাঁর স্ত্রী।
প্রাক্তন ক্রিকেটারের এহেন দাবি প্রকাশ্যে আসার পর তাঁর বিরুদ্ধে তৎপর হল চিকিৎসক সংগঠন। ৮৫০ কোটি টাকার নোটিস পাঠানোর পাশাপাশি ছত্তিশগড় সিভিল সোসাইটির সদস্য ডাঃ কুলদীপ সোলাঙ্কি বলেন, সিধু যে দাবি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন উনি। ওনার এহেন দাবির জেরে বহু ক্যানসারের রোগী ওষুধ খেতে চাইছেন না। ফলে তাঁদের মৃত্যুর আশঙ্কা বাড়ছে। যদি ওই ব্যক্তি নিজের দাবির প্রেক্ষিতে তথ্য প্রমাণ পেশ না করেন সেক্ষেত্রে যেন সিধুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়।
একইসঙ্গে তিনি বলেন, সিধুর দাবির জেরে রোগীদের প্রাণহানির সম্ভাবনা বেড়ে গিয়েছে। নভজ্যোৎ কৌর সিধুর উচিৎ সাংবাদিক সম্মেলন করে তাঁর স্বামীর বলা মিথ্যে সকলের সামনে প্রকাশ করা। পাশাপাশি কড়া সুরে সিভিল সোসাইটির তরফে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে যদি সিধু নিজের দাবির প্রেক্ষিতে প্রমাণ পেশ করতে হবে। অন্যথায় ৮৫০ কোটি টাকা ক্ষতিপুরণ দিতে হবে তাঁকে। কারণ তাঁর দাবির কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।