সুব্রত বিশ্বাস: লাইন রক্ষণাবেক্ষণের জন্য রাত এতটা থেকে অতটা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। রেলের এই আচমকা ঘোষণা যাত্রীদের অচেনা নয়। প্রায় সকলকেই যারপরনাই বিপাকে পড়তে হয় এই ঘোষণার জেরে। একদিন আগে ঘোষণা হচ্ছে ঠিকই, কিন্তু তার আগেই হয়তো ওই নির্দিষ্ট সময়ে ফেরার পরিকল্পনা থাকে অনেক যাত্রীর। বেশিরভাগ ক্ষেত্রে রাতের দিকের সময়ই বেছে নেওয়া হয়। কিন্তু তাতে অসুবিধা এড়ানো সম্ভব হয় না। বরং মোক্ষম সময়ে বদলাতে হয় পরিকল্পনা। নয়তো বিকল্প রাস্তা ধরতে হয়। এবার এই অসুবিধা দূর করতে চলেছে রেল। কোন সময়ে কাজের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে সেই ব্লক ঘোষণা তাই এবার থেকে জানিয়ে দেওয়া হবে টাইমটেবলেই।
[ নেটদুনিয়ায় ভাইরাল মোদির ফিটনেসের ভিডিও, চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কুমারস্বামীকে ]
কোন ট্রেন কখন কোন স্টেশন থেকে ছাড়ছে তাই-ই এতদিন লেখা থাকত ট্রেনের এই টাইমটেবলে। কিন্তু কখন কোন শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে তার হদিশ মিলত না। তবে বছরের কোন সময়ে কখন কোথায় ব্লকের জন্য ট্রেন বন্ধ থাকবে তা এবার আগে থেকেই ছাপা থাকবে টাইমটেবলে। ফলে যাত্রীরা গোড়া থেকেই সতর্ক থাকতে পারবেন। কিন্তু সম্প্রতি কেন রেলের এই সিদ্ধান্ত? অপারেশন বিভাগ সূত্রে জানা গিয়েছে, দৈনিক লোকাল ট্রেন চলে ২০-২২ ঘণ্টা। হাওড়া, শিয়ালদহের মতো ব্যস্ত স্টেশন রাতে বন্ধ থাকে ঘণ্টা তিনেক। এই বন্ধের মতোই কোন শাখায় কবে ব্লকের জন্য কতক্ষণ ট্রেন চলবে তা নির্ধারিত থাকবে সময়সূচি অনুযায়ী। হাওড়া, শিয়ালদহে দৈনিক প্রায় ৩৫ লক্ষ যাত্রী ট্রেনে যাতায়াত করেন। ট্রেনের গতিবিধির হেরফের মানেই অসংখ্য যাত্রীর বেকায়দায় পড়া। ফলে তাঁদের এই অসুবিধার পাশাপাশি রেলকেও নিতে হয় প্রচারমূলক পদক্ষেপ। নানা ঝামেলা থেকেই যায়। এই দু’টি বিষয় এড়াতেই এবার রেলের এই নয়া পরিকল্পনা।
[ কীভাবে অনন্তনাগে হামলা চালায় জঙ্গিরা? প্রকাশ্যে ভিডিও ফুটেজ ]
The post আচমকা নয়, ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা এবার থাকবে টাইমটেবলেই appeared first on Sangbad Pratidin.