shono
Advertisement
Haryana

ছিল না বাড়ি, কল সারিয়ে দিন গুজরান, লটারি জিতে রাতারাতি কোটিপতি সেই ব্যক্তি

মঙ্গলের প্রাপ্তিযোগে খুশিতে মেতে উঠেছে গ্রাম।
Published By: Kishore GhoshPosted: 05:34 PM Dec 05, 2024Updated: 05:34 PM Dec 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: "মারি তো গণ্ডার, লুটি তো ভাণ্ডার!" কারও কারও জীবনে আচমকা এই প্রবাদ সত্যে পরিণত হয়। যেমন, হরিয়ানার বাসিন্দা পেশায় কলমিস্ত্রি মঙ্গল। দুদিন আগেও কঠিন দারিদ্রের সঙ্গে যুদ্ধ করছিলেন তিনি। সেই মানুষটাই রাতারাতি কোটিপতি বনে গিয়েছেন। লটারিতে দেড় কোটি টাকা জিতেছেন সম্প্রতি। এই ঘটনায় খুশিতে মেতে উঠেছে গোটা গ্রাম।

Advertisement

মঙ্গল বিবাহিত। পরিবার বলতে স্ত্রী ও এক কন্যা রয়েছে তাঁর। দীর্ঘদিন ধরেই ভাড়াবাড়িতে বাস করেন। বাড়ি করবেন পয়সা কোথায়! তবে ছেড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখতেন মঙ্গল---একদিন বাড়ি হবে তাঁর। সেই কারণেই গত পাঁচ-ছয় বছর ধরে লটারির টিকিট কেটে গিয়েছেন। আশা ছিল, এক বার না এক বার মোটা অঙ্কের টাকা জিতবেন ঠিক। তবে আশা করলেই কি আর তা বাস্তবে পরিণত হয়?

অন্যদের জীবনে স্বপ্ন সত্যি না হলেও মঙ্গলের ক্ষেত্রে হয়েছে। বুধবার সন্ধ্যায় লটারির টিকিট মেলাতে গিয়ে চোখ ধাঁধিয়ে যায় তাঁর। যা দেখছিলেন তাঁকে কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। বার কয়েক টিকিটের নম্বর মিলিয়ে দেখার পর নিশ্চিত হন, প্রথম পুরস্কার দেড় কোটি টাকা জিতেছেন তিনি। বিদ্যুতের গতিতে এই সুখবর ছড়ায় গোটা গ্রামে। পড়শিরা ঢাক-ঢোল বাজিয়ে স্বাগত জানান মঙ্গলকে। মিষ্টি বিতরণ হয়। আনন্দে মেতে উঠেও মাটিতে পা মঙ্গলের। তিনি বলেন, এই টাকা দিয়ে পাকা বাড়ি বানাব। বাকি টাকা সঞ্চয় করব। বৃহস্পতিবার লটারি সংস্থার কাছে প্রাপ্য অর্থ পেতে নিয়ম মাফিক আবেদন করেছেন হরিয়ানার মঙ্গল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অন্যদের জীবনে স্বপ্ন সত্যি না হলেও মঙ্গলের ক্ষেত্রে হয়েছে।
  • প্রথম পুরস্কার দেড় কোটি টাকা জিতেছেন তিনি।
Advertisement